মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া যমুনা বাসের শতাধিক ড্রাইভার ও স্টাফদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (১৭ মে) বিকালে উপজেলার কালিরবাজারস্থ উপজেলা ড্রাইভার সমিতি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা ড্রাইভার সমিতির প্রধান উপদেষ্টা কাউন্সিলর আব্দুল হালিম। এসময় চৌদ্দগ্রাম উপজেলা ড্রাইভার সমিতির নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রী পেয়ে যমুনা ড্রাইভার ও স্টাফরা সন্তোষ প্রকাশ করেছেন।