♦
আমি তোমাকে নিয়ে কবিতা লিখতে চাই!
কি লিখবো জানি না, ভাষা খুঁজে পাচ্ছি না
যে ভাষা মনের কোনে আঁকি তা যেন তোমার গুণকার নয়,
তোমার রুপেয়া গীত গাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়।
ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অপারগ, অক্ষম আমি, আমি পারবো না
জানি না হঠাৎ গল্পের মধ্যেই তোমার আগমন,
গোধূলির আলোয় আবার রাতের তারায় হারিয়ে যাও সুরে আলোড়ন।
কি কপাল আমার! তোমার মন বুঝা খুব দায়!
জানো! যেদিন দেখেছি তোমায় আমি হেরির প্রভাতে, বুকে জড়িয়ে আগলে রেখেছি সেদিন!
আকাশ বাতাস সাক্ষী, চন্দ্র সূর্যও তার সাথে।
নাহ্! ভাবছি তোমার সম্পর্কে লিখেই ফেলি
কিন্তু দেখো না! বার বার হোচট খাচ্ছি! বারবার!
কি দিয়ে শুরু করি বলো তো!
নাম ঠিকানা!
না না তা দিয়ে না, তবে…….
তবে কি রুপ দিয়ে….!
ওহ্! অসহ্য
আসছে না কিছুতেই, আসছে না…..
মনের গভীরে আকুতি যেন
আমার মন ভেদ করে কিছুতেই কাগজে আসছে না।
তবে কি………….
তবে কি লিখব না! না না না কিছুতেই না! আমি আজ তোমাকে লিখবো’ই।
আমি ভালোবাসি তোমায়, আমি ভালোবাসি
হ্যাঁ, আমি তোমার প্রেম, আমিই সে, যে তোমাকে কিছুতে হারাতে চায় না।
আমি সে, যে তোমাকে জন্মজন্মান্তরে কাছে পেতে চায়।
তোমার প্রেমে নিজেকে বাতাসের ন্যায়ে মিলিয়ে দিতে চায়।
আমিই তোমার আনন্দ রিমঝিম কুয়াশা।
মরু বেদুঈন,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।