সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শহরে মন্দির পাড়া এলাকায় একটি ছাত্রী নিবাসের মেয়ে শিক্ষার্থীরা মেস ভাড়া দিতে না পারায় তাদের কয়েকজনকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরে ত্রিরত্ন ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।
পরে ওই ছাত্রীরা পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবগত করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে তিনি সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই মেসের মালিক শম্পা বর্মণ (৩৫) কে ১ হাজার টাকা জরিমানা করেন । সেই সাথে ম্যাসের ছাত্রীদের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভাড়ার জন্য কোন ছাত্রীকে বের না করে দিতে নির্দেশ দেন।