শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): সোনারগাঁয়ে অর্থাভাবে নিজের নবজাতক বিক্রি করতে চাওয়া মায়ের দায়িত্ব নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এর আগে ওই প্রসুতি মহিলার চিকিৎসার ব্যায়ভার করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম। পরে তার চিরস্থায়ী বন্দোবস্ত করতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।
সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন চেয়ারম্যান মাসুম। তাৎক্ষনিকভাবে পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো: আলমগীর কবির ও যুবলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেনের মাধ্যমে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেন।
উল্লেখ্য সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর গ্রামে একভাড়াটিয়া অন্তসত্বা মহিলা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। অর্থাভাবে তার স্বামীও পালিয়ে যান। এমতাবস্থায় নিজের বাচ্চা বিক্রি করে দেবেন বলে ঘোষণা দেন। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তিনি চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উপজেলা হাসপাতালে ফুটফুটে এক শিশুর জন্ম দেন তিনি।