সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুলাভাই ঘটনাস্থলে এবং শ্যালিকা হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন ।
বৃহস্পতিবার পৌনে ৭ টার দিকে ঠাকুরগাঁও সীমান্ত আদুরে-দিনাজপুর মহাসড়কের আটাশ মাইল নামক এলাকায় এই দুঘর্টনা ঘটে । পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটরসাইকেল যোগে শ্যালিকা সুর্বনা (২২) কে নিয়ে ঠাকুরগাঁও শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন নিহত শহীদুজ্জামান সুমন (৩০)।ঠাকুরগাঁও প্রবেশ করার আগে আটাশ মাইল নামক স্থানে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটর সাইকেলটিকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে সুমন এবং তার শ্যালিকা কে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান । শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে । তার শ্বশুর বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।
বীরগঞ্জ থানার সাব-ইন্সেপক্টর নিতাই চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি ।