জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় কৃষি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে তিন দিন ব্যাপি কৃষক- কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের নাইমপ্লাজায় শনিবার থেকে শুরু হয়ে সোমবার আনুষ্ঠানিক ভাবে তা শেষ হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চট্রগ্রাম বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধিনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপি এ প্রশিক্ষনে কৃষক- কৃষানীদের মাঠ পর্যায়ে কৃষি বিষয়ে দক্ষতা উন্নয়নে ধারনা দেওয়া হয়। এতে হাতিয়া পৌরসভার ৬০জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আলতাফ হোসেন, মো: হাসান মাহমুদ ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: জসিম উদ্দিন।