রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
এক নার্সসহ দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো ১১ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ২২৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঘোড়াঘাট উপজেলায় ৭ জন, খানসামায় একজন, চিরিরবন্দরে একজন, সদরে একজন ও হাকিমপুর উপজেলায় একজন।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস শনিবার (৩০ মে) রাত সোয়া ৯টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ১১ জন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২২৪ জনে।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ২২৪ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৫৫ জন (মৃত একজনসহ), কাহারোলে ১৩ জন, বিরলে ২৫ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ১৪ জন, ফুলবাড়ীতে ৭ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ৮ জন, বিরামপুরে ২১ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিবিরবন্দরে ১১ জন ও বীরগঞ্জ উপজেলায় ১১ জন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৪৫ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২২ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ জন ও একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন আরো জানান, শনিবার ৩০ মে দিনাজপুর ল্যাব হতে মোট ১৬৭টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ১৫৬টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় করোনাভাইরাসে (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২২৪ জন। এছাড়া শনিবার ১৪৫টি নমুনাসহ এ পর্যন্ত ৩৩০২ টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩২৭৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে। আর গত ২৪ ঘন্টায় ৭৮ জনসহ বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৮৩ জন।