কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁয় বদলগাছিতে বিশেষ অভিযানে ৬৮ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৫।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে বদলগাছি থানায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা একটি প্রেস ব্রিফিং করেছেন।
তিনি বলেন, সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২ টায় জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজার এলাকা থেকে গাঁজা-৬৮ কেজি গাঁজা, ২২০০ টাকা ও ১টি মিনি ট্রাকসহ নওগাঁর বদলগাছি উপজেলার কয়াভবানীপুর গ্রামের মৃতঃ লবির উদ্দিনের ছেলে মোঃ শিপন (৪০), কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাশীনাথ পুর গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আকাশ (২৬) এবং একই এলাকার কছিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (১৯)।
তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবৎ এসব গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে তিনি জানিয়েছেন।
এবিষয়ে মঙ্গলবার দুপুরে র্যাব বাদী হয়ে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।
কাজী কামাল হোসেন
নওগাঁ
২৬/০৫/২০২০