1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও এর স্বেচ্ছাচারিতা ও ধাম্বিকতায় নাঙ্গলকোটবাসী করোনা ঝুঁকি ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও এর স্বেচ্ছাচারিতা ও ধাম্বিকতায় নাঙ্গলকোটবাসী করোনা ঝুঁকি ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

হাসপাতালের বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩০৭ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের স্বেচ্ছাচারিতা ও ধাম্বিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন থাকায় গত এক সপ্তাহ থেকে উপজেলার ৬ লাখ জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। তার একঘেয়েমিতার কারণে করোনা পরিস্থিতিতে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্য সহকারি থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত পিপিই ছাড়া ঝুঁকির মধ্যে নিয়মিত ডিউটি পালন করায় ডাক্তারসহ ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তার একক সিদ্ধান্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার করা হয়নি। হাসপাতালে আইসোসেলশন সেন্টার না থাকলেও ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোজিষ্ট, কর্মচারীসহ ১৪ জনের করোনায় আক্রান্ত হওয়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে ডাঃ দেবদাস দাবের বিরুদ্ধে হাসপাতালের ল্যাব, পরিচ্ছন্নতা, জেনারেটর ও কেনাকাটা বাবদ বিপুল অংকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তুচ্ছ বিষয় নিয়ে হাসপাতালের কর্মচারীদের গায়ে হাততোলার বিষয়টি সবার মুখে-মুখে আলোচিত রয়েছে। ডাঃ দেব দাসের আসকারার কারণে হাসপাতালের ডাক্তারদের হাসপাতালের বহিঃবিভাগে সপ্তাহে ২/৩দিন আসার অভিযোগ রয়েছে। প্রতিদিন সকাল ৮টার মধ্যে ডাক্তারদের হাসপাতালে উপস্থিত থাকার করা থাকলেও অনেক ডাক্তারকে সকাল ১১টার দিকেও হাসপাতালে আসতে দেখা যায়।
করোনা পরিস্থিতিতে তার উদাসীনতা প্রথম থেকে লক্ষ্য করা যায়। গত এপ্রিল মাস পর্যন্ত করোনা সন্দেহে মাত্র ৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়। সর্বশেষ গত এক মাসে প্রায় সাড়ে ৪শ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহে তার উদাসীনতার কারণে নাঙ্গলকোটে এ পর্যন্ত ৫০জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। যার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তিনটি বেসরকারি হাসপাতাল লকডাউন করা হয়। তার স্বেচ্ছাচারিতা ও ধাম্বিকতার খেসারত নাঙ্গলকোটবাসীকে দিতে হলেও উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় তার খুঁটির জোর কোথায় ? এনিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
ডাঃ দেব দাস দেব ধাম্বিকতার সাথে বলেন, তিনি নাঙ্গলকোটে যতদিন আছেন, ততদিন নাঙ্গলকোটবাসীর করোনায় আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই। তার ধাম্বিকতাকে থোরাই কেয়ার করে সর্বশেষ ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
হাসপাতাল লক ডাউনের পর নাঙ্গলকোটের বেসরকারি হাসপাতালগুলোর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ৫ জন ল্যাব টেকনোলজিস্টদের দিয়ে নমুনা সংগ্রহ করা হলেও নমুনাগুলো তিনদিনেও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়নি।
গত ১১ মে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামের শ^াশুড়ি ও পুত্রবধু এবং গত ১৩ মে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কান্দাল আটিয়াবাড়ির করোনা পজিটিভ শনাক্ত ভাই-বোনের গত ২৪ ও ২৬ মে দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করার কথা থাকলেও এপর্যন্ত তাদের নমুনা সংগ্রহ করা হয়নি। তাদের নমুনা সংগ্রহ না করায় পরিবারগুলোকে সামাজিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফেসবুক পেইজে নিজেকে ‘করোনা জেনারেল’ উল্লেখ করে করোনা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন বলে ঘোষণা দেন। করোনা পরিস্থিতিতে গত আড়াইমাসে সে হাসপাতাল থেকে একদিনের জন্যও কোথায় বের হয় নাই। তার কার্যালয়ের দরজার বাহির থেকে হাসপাতালের ডাক্তার থেকে শুরু করে অন্যান্য কর্মচারীদের সাথে তিনি কথা বলেন বলে জানা যায়। এত সুরক্ষিত থাকার পরও তার মধ্যে করোনা উপসর্গ থাকা নিয়েও এলাকাবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
সব সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টারের ব্যবস্থা থাকলেও ডাঃ দেবদাস দেবের একঘেয়েমিতায় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টারের ব্যবস্থা না করে গোহারুয়ায় পরিত্যক্ত ২০ শয্যা হাসপাতাল ও রামেরবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকনিক্যাল এন্ড কমার্স কলেজে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়।
গত ১৮ এপ্রিল লক্ষীপুরের রামগঞ্জ থেকে নাঙ্গলকোটে পালিয়ে আসা করোনা আক্রান্ত রোগী কার্তিক চন্দ্র দাসকে কোথায় রেখে চিকিৎসা করা হবে এনিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দু‘ঘন্টা পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগতে হয়েছে। পরে গোহারুয়ার পরিত্যক্ত ২০ শষ্যা হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়।

ডাঃ দেব দাস দেব বেসরকারি নিউ এ্যাপোলো মেডিকেল সার্ভিসের মার্কেটিং কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত এনায়েত উল্লাহর মাধ্যমে হাসপাতালের ১৪জনসহ মোট ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয় বলে হাসপাতালের ফেসবুক পেইজে উল্লেখ করেন। এনায়েত উল্লাহ ঢালুয়া থেকে তার কর্মস্থল নাঙ্গলকোটের বেসরকারি নিউ এ্যাপোলো মেডিকেল সার্ভিসে নিয়মিত আসা-যাওয়া করেন। বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যাতায়াত করেন। এছাড়া সে অন্য কোথায়ও যায় নাই। সে কিভাবে আক্রান্ত হল এটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। অথচ ডাঃ দেব দাস দাস নিজের ব্যার্থতা ঢাকতে ঢালাওভাবে এনায়েত উল্লাহর দিকে অভিযোগের তীর ছুড়ে দিয়ে তার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৮জন ডাক্তারসহ ১৪জন এবং মোট ১৮জন আক্রান্ত হওয়ার বিষয়টি ফলাও করে প্রচার করেন।
করোনা পরিস্থিতিতে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারি, আয়া, ঝাড়–দার ও বিভিন্ন ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্য সহকারি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ছাড়া স্বাস্থ্য ঝুঁকির মধ্যে নিয়মিত দায়িত্ব পালন করতে হচ্ছে।
ডাঃ দেব দাস দেবের নির্দেশে হাসপাতালের প্যাথলজি বিভাগে রসিদ ছাড়াই রোগীদের থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। মাস শেষে আদায়কৃত টাকার অর্ধেক ল্যাব ইনচার্জ থেকে নিয়ে যান। এখাতে গত কয়েক বছরে কয়েক লাখ টাকা আত্মসাত করেন। এছাড়া হাসপাতালের জেনারেটরের তেল খরচের টাকা, হাসপতালের চতুর্দিকে পরিচ্ছন্নতা ও বিভিন্ন কেনাকাটা বাবদ বিপুল অংকের টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে
তিনি হাসপাতালের কর্মচারীদের গায়ে হাত তুলতেও তিনি দ্বিধা করেন না। সম্প্রতি হাসপাতালে মাস্টার রোলে কর্মরত এক কুক ও হাসপাতালের এক কম্পাউন্ডারকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে গায়ে হাত তোলারও অভিযোগ রয়েছে। এসময় তিনি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী বাহারকে উদ্দেশ্য করে বলেন, হাজী বাহারও আমার কিছু করতে পারবে না।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা সপ্তাহে ২/৩দিন বহিঃবিভাগে রোগী দেখেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের সকাল ৮টার মধ্যে হাসপাতালে উপস্থিত থাকার কথা থাকলেও ডাক্তাররা কখনো নির্দিষ্ট সময়ে উপস্থিত হন না। অনেক ডাক্তারকে সকাল ১১টায়ও আসতে দেখা যায়। গোহারুয়া ২০শষ্যা হাসপাতাল, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে ডাক্তারদের কাগজে-কলমে পদায়ন থাকলেও তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ডিউটি পালন করতে দেখা যায়। এতে করে তৃণমূলের দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত প্রায় ২০বছর যাবত এক্সরে মেশিন না থাকায় রোগীরা এক্সরে সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘদিন থেকে হাসপাতালে এ্যাম্বুলেন্সের ড্রাইভার না থাকায় রোগীরা সরকারি এ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত রয়েছে। এতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর জুড়ে বেসরকারি এ্যাম্বুলেন্স ড্রাইভারদের রোগীদের নিয়ে রমরমা গলাকাটা ব্যবসা পরিচালিত করতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের বিরুদ্ধে করোনা পরিস্থিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার, কর্মচারী সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের কোন তথ্য না দেয়ার অভিযোগ রয়েছে। তিনি সাংবাদিকদের উল্টো জ্ঞান দেন এবং নিজেকে জাহির করেন। উনি কাউকে পাত্তা দেন না।
তিনি গোহারুয়া ২০ শষ্যা হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি নিয়ে স্থানীয় জনৈক ব্যক্তি ডাঃ দেব দাস দেবকে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করতে বললে তিনি ওই ব্যক্তিকে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমি কথা বলতে বাধ্য নই। আমি আমার সিভিল সার্জনের সাথে কথা বলবো।
ডাঃ দেব দাস দেব নাঙ্গলকোটে যোগদানের পর জাতীয় একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের সালম গ্রহণ, কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ মঞ্চে তাদের সাথে গিয়ে উঠে বিতর্কের জন্ম দেন। এনিয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শনার্থীদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
নাঙ্গলকোটবাসী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাঃ দেব দাস স্বেচ্ছাচারিতা ও ধাম্বিকতার কারণে নাঙ্গলকোটবাসী করোনার ঝুঁকিসহ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। নাঙ্গলকোটবাসী তার স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি থেকে মুক্তি চায়। এলাকাবাসী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের বক্তব্য নেয়ার জন্য তার মোবাইল ফোন নম্বার ০১৭১২-৭৬৭৯৮০ এ ফোন করলে সে ফোন রিভিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম