1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিউইয়র্কে বাংলাদেশের বাদলের উত্থানের গল্প - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে মানবসেবা অভিযানের শীতবস্ত্র বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান শেখ হাসিনা এত অন্যায় ও পাপ করেছিল যে তার পালানো ছাড়া আর কোন পথ ছিল না — মির্জা ফখরুল চৌদ্দগ্রামে মহাসড়কে অটো-রিকশা চাপায় শিশু নিহত মসজিদের মাইকে ডাকাত আসার খবরে স্থানীয়রা বের হলে ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা রুপনগর থানা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের জনসভায় বক্তব্য বলেন– এই দেশে কোনো সাম্প্রদায়িকতা নেই- মির্জা ফখরুল চৌদ্দগ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক অন্যের জমিতে মাটি ভরাট ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান, যা জানা গেল সংবাদ সম্মেলনে ! কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

নিউইয়র্কে বাংলাদেশের বাদলের উত্থানের গল্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৩১ বার

নিউইয়র্ক প্রতিনিধি :
আমেরিকান স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলার ২১ বছর পূর্তি উৎসব করলো ‘আরএলবি গ্রুপ অব কর্পোরেশন’। স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর চাঁদপুরের সন্তান আকতার হোসেন বাদল লেখাপড়া শেষ করে ভাগ্য গড়ার সংগ্রামে লিপ্ত হন একটি জুতার দোকানে সেল্সম্যান’র কাজ দিয়ে। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে সেই দোকানেই পরিচয় থেকে সান্নিধ্য পান স্থানীয় একজন জনপ্রতিনিধির। তারই পরামর্শে শুরু করেন কন্সট্রাক্শন ঠিকাদারি। সিটি এবং স্টেটের কন্ট্রাক্টর হিসেবেও অতি অল্পদিনেই খ্যাতি অর্জন করে আকতার হোসেন বাদলের মালিকানাধীন ‘আরএলবি জেনারেল কন্সট্রাকশন।’ নিজের কাজের জন্যে বিভিন্ন স্টোর থেকে প্রয়োজনীয় সব কাঁচামাল ক্রয় করতে হয় উচ্চমূল্যে। এটা গভীর পর্যবেক্ষণে রেখেই অতি সম্প্রতি ‘সেইফটি হার্ডওয়্যার’ স্টোর দিয়েছেন নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে সানরাইজ হাইওয়েতে। এর আগে কন্সট্রাকশন কাজের সূত্রে পানামা, ডমিনিকান রিপাবলিক এবং ব্রাজিল থেকেও প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রি আমদানি শুরু করেছে আরএলবি গ্রুপ। আর এভাবেই কেটে গেছে ২১টি বছর। দীর্ঘ এই সময়ে আর পিছে ফিরে তাকাতে হয়নি সততা, নিষ্ঠা আর আন্তরিকতার সাথে কর্মব্যস্ত বাদলকে। যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে বহুজাতিক এই সমাজেও। এমন অভিব্যক্তি প্রকাশ করলেন আমেরিকার বিখ্যাত কয়েকটি ব্যবসা-কন্সট্রাকশন কোম্পানী এবং এমটিএর শীর্ষ কর্মকর্তারা। এসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিপুল করতালির মধ্যে।

আমেরিকায় মহাসড়ক, সেতু এবং এয়ারপোর্ট নির্মাণে খ্যাতনামা ‘টুলি গ্রুপ কোম্পানী’র কর্ণধার টম টুলি ‘আরএলবি গ্রুপ অব কোম্পানী’কে ক্রেস্ট প্রদানকালে বললেন, ‘সততা, নিষ্ঠা আর একাগ্রতার মাধ্যমে ভাগ্য গড়ার ক্ষেত্রে আকতার হোসেন বাদল অনুকরণীয়। এই ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশী আমেরিকানদের সম্পর্কে চমৎকার একটি ধারণা জন্মেছে আমাদের কোম্পানীর সর্বস্তরে।

বিপুল করতালির মধ্যে কেক কাটার প্রাক্কালে বাদলকে ক্রেস্ট প্রদান করেন কন্সট্রাকশন সেক্টরে খ্যাতনামা আরেকটি কোম্পানী ‘এইচএইচজেআর’র কর্ণধার হেনরী হিন্টন জুনিয়র। এ সময় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, সারাবিশ্বের উদ্যমী মানুষেরা যুক্তরাষ্ট্রে এসেছেন নিজের ভাগ্য গড়তে। অবাধ সুযোগের দেশ হচ্ছে আমেরিকা। তবে ভাগ্য হাতের মুঠোয় আসে কঠোর পরিশ্রমে। আজকের বাদল তেমনই একজন ব্যবসায়ী-যিনি প্রতিটি কাজই নিষ্ঠার সাথে সম্পন্ন করেন।

ডিকিজ ম্যানুফেক্টচারিং কোম্পানীর নির্বাহী কর্মকর্তা মার্ক কারটেনও উচ্ছ্বসিত প্রশংসা করেন আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও বাদলের। ক্রেস্ট প্রদানের পর তিনি বলেন, ‘ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে বাদলের সাথে আমাদের সম্পর্ক এতটাই গভীরে প্রোথিত হয়েছে যে, আমাদের কোম্পানী নির্ভরতা আরএলবির উপর বেড়েই চলেছে। খ্যাতনামা টিম্বারল্যান্ড কোম্পানীর নির্বাহী কর্মকর্তা ডেভ মারটিন বলেন, আমেরিকান স্বপ্ন পূরণের ক্ষেত্রে বাদলের ভ’মিকা নবাগতদের জন্যে অনুসরণযোগ্য। মার্কিন এটর্নী পেরী ডি সিলভারও বাদলের ব্যবসায়িক অভিজ্ঞতা-যোগ্যতার প্রশংসা করেন। সামাজিক কর্মকান্ডেও বাদলের একাগ্রতার প্রসঙ্গ টেনে বলেন, নতুন কমিউনিটি হিসেবে বাংলাদেশীরা দ্রুত মূলধারায় সম্পৃক্ত হতে সক্ষম হচ্ছে বাদলের মত কর্মঠ লোকজনের কারণে। নিউইয়র্ক স্টেটের এমটিএ’র ডেপুটি চীফ ডেনি কামাচো বলেন, অভিবাসী সমাজের জন্যে অনেক সুযোগ বিদ্যমান রয়েছে কন্সট্রাকশন কাজে। নিষ্ঠার সাথে কাজের পরিপ্রেক্ষিতে সেগুলো ভোগ করছে আরএলবি। আরো অনেকেই রয়েছেন এ তালিকায়।

২১ বছরের পথ-পরিক্রমায় বাদলের পাশে রয়েছেন ইকুইপমেন্ট রেন্টাল এ্যাবল’র ভাইস প্রেসিডেন্ট পেরী রোসেন, নিউইয়র্ক টার্প কোম্পানীর কর্ণধার ক্রিস্টফার এরাপিস, স্মার্ট কোসনের আঞ্চলিক ম্যানেজার জিওফ গুইজ, টিডি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রেমন্ড অং, করেণ ঝেং, খ্যাতনামা ব্যবসায়ী ডিন ডেভ, মোহাম্মদ ইফরান, গ্রেবিয়েল সিনাগ্রা, মাজালি পেরু, ক্লাউডিয়া কুইন্টারো, স্যান্ড্রা ইয়োনানা পুলিডো, থমাস এন্দানেসমোরা, চ্যান জুয়ান কুইন, ফ্র্যাঙ্ক ফুয়াদ, মারলন কোলসহ অর্ধ শতাধিক ব্যবসায়ী-এক্সিকিউটিভ।

এ সময় প্রদত্ত বক্তব্যে আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের সিইও বাদল সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত ২১ বছরেই আমি এসব মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। প্রত্যেকের পরিবারের সদস্যে পরিগণিত হওয়ায় অনেক বড় কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করা কঠিন বলে মনে হচ্ছে না। আশা করছি বাকিটা জীবন সকলের সান্নিধ্যে আমেরিকার স্বপ্ন পূরণে সক্ষম হবো।’

‘আমার ব্যবসায়ী জীবনের ২১ বছরের জার্নিতে আজ যারা এসেছেন তারা কেউই বাংলাদেশী-আমেরিকান নন। ভিনদেশী। তাই বলে আমি কখনোই নিজেকে প্রবাসীদের থেকে বিচ্ছিন্ন ভাবিনা। প্রতিটি কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রাখার চেষ্টা করি। নিজ এলাকাসহ বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতেও অবদান রাখার চেষ্টা চালাচ্ছি নানাভাবে’-উল্লেখ করেন বাদল। মার্কিন কংগ্রেসে গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যের সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

কুইন্সের নর্দার্ণ বুলেভার্ডে বিলাসবহুল একটি পার্টি হলে সম্প্রতি এক অনুষ্ঠানে বাদলের এগিয়ে চলা প্রসঙ্গে প্রদত্ত শুভেচ্ছা বক্তব্যে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, ‘নিষ্ঠার সাথে কাজ করলে সকলেই বাদলের মত ভাগ্য গড়তে সক্ষম হবেন। আর এক্ষেত্রে প্রয়োজন বহুজাতিক সমাজের সাথে নিজেদের সম্পৃক্ততা বাড়ানো। তাহলে ব্যবসার প্রসার ঘটানো যায় খুব সহজে। আরএলবি গ্রুপ অব কোম্পানী হচ্ছে এর অন্যতম উদাহরণ। আর এভাবেই বাংলাদেশীদের ব্যাপারে আমেরিকানদের উচ্চ ধারণা তৈরী হচ্ছে প্রতিনিয়ত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম