বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ করোনার কারণে এখন প্রায় মানুষ কর্মহীন। টাকার অভাবে অনেকের জীবন বিপর্যস্ত। খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অনেক অসহায় পরিবার। ঠিক সেই সময় নিজস্ব অর্থায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সন্দ্বীপের সরকারী হাজী এ. বি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান ফাহাদ।
শনিবার (৯ মে) সন্দ্বীপের বিভিন্ন বাড়ি বাড়ি এই ত্রাণ পৌঁছে দেয়া হয়।
এই বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাহেদুর রহমান ফাহাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার নেতা মাহফুজুর রহমান মিতা এম.পি মহোদয় বলেছেন যার যার অবস্থান থেকে গরীব অসহায় দের পাশে দাঁড়াতে। তাই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আমার ছাত্রলীগের ভাই, কলেজ স্টাফ, প্রতিবেশী, রিক্সা চালক, সিএনজি চালকসহ প্রায় ১০০ পরিবারকে উপহার সামগ্রী দিতে পেরে অত্যন্ত আনন্দিত। আমার এই ত্রাণ কার্যের সাথে জড়িত সকল ছাত্রলীগ ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা গোপনে সকল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি।