নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসে নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়েছে মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ। ত্রাণ সহায়তা ও ইফতারের পাশাপাশি অসহায় নিম্নবিত্তদের ঘরে ঘরে ঈদসামগ্রী পৌঁছে দিলেন সংগঠনটি।
শুক্রবার (২২ মে) রাজধানীর বাড্ডা, রামপুরা, মহাখালী, ডেমরা এলাকায় নিম্নবিত্তদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক বাংলার ডাক পত্রিকার সিনিয়র সাব-এডিটর বাদল চৌধুরী ও স্টার লেট ফ্যাশন মেকারের স্বত্তাধিকারী মহসিন আলম ও হাফসা ঢ্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নুরে আলম সরকারের সহযোগিতায় ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
বিতরণের প্রাক্কালে সংগঠনের সভাপতি বাদল চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরই অসহায়দের জন্য ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ বছর করোনা দূর্যোগের কারণে আমাদের সামর্থ্য অনুযায়ী ঈদ সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।
ইঞ্জিনিয়ার নুরে আলম সরকার বলেন, সকল বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের সহযোগিতা করা উচিত। সেই সাথে সবাইকে ঘরে থাকা ও সরকারের নির্দেশনা মেনে চলারও অনুরোধ করেন।
মহসিন আলম বলেন, মিডিয়া জার্নালিস্ট ক্লাব অব বাংলাদেশ সব সময় সুখে দুখে মানুষের পাশে থাকে বলে আমরা মনে করি । তাই স্টার লেট ফ্যাশন মেকার সামর্থ্য অনুযায়ী সংগঠনটির পাশে থাকার চেষ্টা করছে।
সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন সাব-এডিটর কাউন্সিলের কোষাধ্যক্ষ কাউসার খোকন, দৈনিক নব অভিযানের ব্যবস্থাপনা সম্পাদক রিদয় গুপ্ত , সংগঠনের সহ-সভাপতি নূর আলম শেখ, দপ্তর সম্পাদক রিপন হাওলাদার, কল্যাণ সম্পাদক আনিসুল ইসলাম পলাশ, সাংস্কৃতিক সম্পাদক জামাল সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস চৌধুরী, অ্যাপায়ন সম্পাদক নাহার আক্তার, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন, বাচ্চু মিয়া প্রমুখ ।