রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃনোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পূর্ব অম্বনগর গ্রামে পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গোলাপ হোসেন (৪০) কে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে পানিতে পেলে দিয়েছে প্রতিপক্ষ সহিদ উল্ল্যাহ, হারুন ও মোঃ সেলিমের নেতৃত্বে জোরদারেরা।এ ঘটনায় মামলার পর মঙ্গলবার রাতে পুলিশ তাদের ৩জনকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করে।স্থানীয় এলাকাবাসী ও মামলার বাদি পলি বেগম জানান, পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতি পক্ষ সহিদের নেতৃত্বে জোরদারেরা দীর্ঘদিন থেকে জায়গা জবর দখলের চেষ্টা করে এবং তারা পুকুরের মাছ ও গাছ লুটপাট করে আসছে। তাদের এ সকল কর্মকান্ডের প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন গত পহেলা এপ্রিল গোলাপ হোসেন স্থানীয় কাজির হাট বাজারে যাওয়ার পথে তাকে একা পেয়ে পিটেয়ে কুপিয়ে গুরুতর আহত করে তারা পুকুরে পেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ সময় তারা মহিলাদের উপরেও হামলা চালায়।এ ঘটনায় আহতের বড় বোন পলি বেগম বাদি হয়ে সোনাইমুড়ী থানায় ৭জনকে আসামী করে একটি মামলা করা হয়। পুলিশ দীর্ঘ দিন পর ৩জন আসামীকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে পলি বেগমের পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে।