গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম):
চট্টগ্রাম পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ের নাইখাইন এলাকায় সকাল দশটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে একটি রং কারখানা পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল দশটার একটি বন্ধ রং কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লেগে স্হানীয় গিয়াস উদ্দিনের মালিকানাধীন নাফি’উ পেইন্ট নামের রং কারখানায় আগুন লাগার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এবং পাশ্ববর্তী উপজেলা বোয়ালখালী ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এসময় কারখানাটির ভিতর রং তৈরির দার্য পদার্থ থাকার কারনে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।
এব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, মুটোফোনে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী সহ তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একসাথে চেষ্টা চালিয়ে ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় কারখানাটির ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৪ লাখ টাকার হতে পারে বলে অনুমান করছেন এ কর্মকর্তা।