গিয়াস উদ্দিন(পটিয়া, চট্টগ্রাম) :
রবিবার রাত ১০.১০টায় চট্টগ্রামের পটিয়া পোস্ট মোড়ে পটিয়া সদরের ওখাড়ায় বাসায় যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করেন। এসময় পটিয়া আদালত সড়ক হয়ে একটি সিনজি টেক্সী পোস্ট অফিসের মোড়ে আসলে সিগন্যাল দিলে কাগজী পাড়া যাওয়ার কথা বলে গাড়িটি থামে। এসময় গাড়িতে ড্রাইভারসহ আরো তিনজন ছিনতাইকারী গাড়িতে ছিলেন। গাড়িটি পোস্ট অফিসের মোড় থেকে মুন্সেফবাজার পার হলে ছিনতাইকারীরা গলায় ছুরি ধরে আওয়াজ করলে জবাই করে দিবে বলে ভয় দেখান। গলায় ছুরি ধরা অবস্থায় বাইপাস সড়কের করল বড়ুয়া পাড়ার রাস্তার মাথায় নিয়ে নগদ ১৪শ টাকা ওয়ালটন মোবাইল সেট নিয়ে নেয়। এ ঘটনায় দৈনিক সংবাদের সাংবাদিক নজরুল ইসলাম গতকাল সোমাবার পটিয়া থানায় একটি অভিযোগ করেন। এ বিষয়ে সাংবাদিক নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানান, পত্রিকার অফিসে নিউজের কাজ শেষে বাসায় ফেরার পথে পোস্ট অফিসের মোড় থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা একটি সিএনজি টেক্সীতে অবস্থান করেন। আমি সিএনজি উঠার কিছুদুর যাওয়ার পর ছিণতাইকারীরা গলায় ছুরি ধরে বাইপাস সড়কের করল রাস্তার মাথায় নিয়ে যায়। সেখানে পকেটে থাকা নগদ টাকা পয়সা ও মোবাইল সেট নিয়ে নেয়। পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঐ সময়ের মহাসড়কে বিভিন্ন স্থাপনায় লাগানো সিসি ক্যামরার ফুটেজ দেখে ছিনতাইকারী ও ছিনতাই কাজে ব্যবাহৃত সিএনটি টেক্সিটি সনাক্ত করে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে তিনি জানান।