অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে লক ডাউনের দিন কয়েক পর থেকেই শুরু তাঁর মানবতার সেবা। চাকরি করেন দেশের নামকরা ইলেকট্রনিক মিডিয়া সময় টেলিভিশনে। প্রতিদিন রাতে অফিস থেকে এসেই শুরু হয়ে যায় স্ত্রীর ‘রিমার’ নিপুণ হাতে রান্না করা খাবার পেকেটে ভরার প্রস্তূতি। সে থেকে আজ অবধি রাজধানীতে অনাহারে থাকা গরীব অসহায় পথচারী ও দিনমজুরদের মাঝে অকাতরে খাবার বিলিয়ে যাচ্ছেন তিনি। শাকিল একজন খাঁটি আলোর পথের যাত্রী। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অসহায় এবং দুস্থ মানুষ ও রিকশাওয়ালাদের মাঝে নিজের স্ত্রীর হাতে যত্ন করে রান্না করা খাবার বিতরণ করে আসছেন তিনি। প্রতিদিন ঘড়ির কাঁটা রাত ৯টা ছুঁয়েছে, তিনি বাবুল, উজ্জ্বল ও হৃদয়কে সাথে নিয়ে প্যাকেট ভর্তি খাবার নিয়ে বের হয়ে যান রাস্তায়, ফুটপাতে ও অলিতে গলিতে। ক্ষুধার্ত মানুষের অনেকে ঘুমিয়ে পড়ে ফুটপাতে, বলে উঠেন তারা চাচা খাবেন-একটি শব্দে জেগে উঠে একসাথে কয়েকজন মানুষ। বাড়িয়ে দেন হাত খাবার পেতেই ঝলমল করে ওঠে তাদের দুচোখ এতেই তিনি প্রশান্তি পান।
এভাবেই প্রতি রাতে খাবার বিতরণ করতে বের হন যেটি রমজানের মধ্যেও চলমান রয়েছে এবং বর্তমানে খাবারের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে । প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করে পরম তৃপ্তির হাসি হাসেন। প্রতিদিন ৮০থেকে ১০০ জন অসহায় মানুষকে খাবার বিলি করেন। সাইফুর রহমান শাকিল জানান,সম্পূর্ণ নিজ উদ্যোগে অসহায় দুঃস্থ মানুষদের কথা ভেবে এক মাসেরও বেশি সময় ধরে খাবার বিতরণ করে আসছেন রাজধানীর বিভিন্ন অলিতে গলিতে। প্রচারবিমুখ শাকিল আরো বলেন, করোনার এই দুঃসময়ে মানুষ আজ অসহায় ও ঘরবন্দি। অনেকের উপার্জন কমে গেছে বিশেষ করে দুস্থ অসহায় মানুষদের কষ্টের কথা ভেবে বিবেকের তাড়নায় আমি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ গ্রহণ করি।এখন পবিত্র রমজান মাস চেষ্টা করছি এই কার্যক্রম অব্যাহত রাখতে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং মানুষের মঙ্গলের জন্য আজীবন কাজ করে যেতে পারি।তিনি সামর্থবানদেরও বর্তমান করোনা মহামারীর এই দুঃসময়ে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদিকে নিজ এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিজের প্রতিষ্ঠিত মাতৃভূমি সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্নভাবে দরিদ্র অসহায় ও মধ্যবিত্তদের মধ্যে গোপনে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এপর্যন্ত সীতাকুণ্ডে গরীব অসহায় ও মধ্যবিত্তদের মধ্যে গোপনে সাতশত এর অধিক ব্যক্তির মধ্যে মানবিক উপহার প্রদান করেন। এছাড়াও এখানে বর্তমানে চলমান রয়েছে মধ্যবিত্ত ও কৃষকদের জন্য মুঠোফোনে মানবিক উপহার, শিশুদের জন্য মাতৃভূমি ( শিশুখাদ্য)। পাশাপাশি রয়েছে ৫০% মূল্যে মানবিক দোকান,এ পর্যন্ত তিন শতাধিক মধ্য ও নিম্ন মধ্যবিত্ত জনগণ এখান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে সুবিধাভোগী হয়েছেন। উক্ত সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল ও সাধারণ সম্পাদক শিপলু দাস এর নেতৃত্বে এক ঝাঁক উদ্যোমী তরুণ কর্মী প্রতিনিয়ত অসহায় মানুষের মাঝে নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। সাইফুর রহমান শাকিল একাধারে সংস্কৃতিকর্মী,সংগঠক, সাংবাদিক ও কলামিস্ট। আর সম্পাদকীয়র হাত সাপ্তাহিক চলমান সীতাকুন্ড নামে একটি পত্রিকা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল যা বর্তমানে বন্ধ রয়েছে। তিনি সীতাকুণ্ড ঐতিহ্যবাহী সংগঠন মাতৃভূমি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন। সীতাকুণ্ডের মানুষ এমন কর্মকাণ্ডে সংস্কৃতিকর্মী,সংগঠক,সাংবাদিক,সাইফুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। এব্যাপারে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন,সাইফুর রহমান শাকিল একজন দক্ষ সংগঠক তাতে কোন সন্দেহ নেই। তবে তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে মানবতার সেবা। এই কাজটি মোটেও সহজ নয়। তবু তিনি পরিবারকে সাথে নিয়ে যেভাবে দিনের পর দিন গৃহহীন মানুষগুলোর মুখে খাবার তুলে দিচ্ছেন তা প্রশংসনীয় ও অনুকরণীয়।