বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
চট্টগ্রামে দ্বায়িত্ব পালন করতে গিয়ে প্রচুর পরিমান ট্রাফিক পুলিশ করোনায় আক্রান্ত হচ্ছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা যাতে মনোবাল হারিয়ে না ফেলে সেই জন্যে তাদের পাশে ইফতার উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান।
বুধবার (১৩ মে) নগরীর অলংকার, একেখান, আকবরশাহ, ঝাউতলা, জিইসি, দামপাড়া, ওয়াসা, টাইগারপাস, দেওয়ানহাট, আগ্রাবাদ, সাগরিকা এলাকায় ডিউটিরত ট্রাফিক পুলিশের মধ্যে তিনি এই ইফতার বিতরণ করেন।
এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে রোজা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্য। দ্বায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যে কেউ কেউ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে তারা যেন মনোবল ঠিক রাখতে পারেন সে জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস।