শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
ফটিকছড়ির বাগান বাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি কর্মহীন মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন স্থানীয় যুবলীগ নেতা ডাঃ সাদাত হোসেন সাজু।
তাঁর উদ্যোগ বিতরণ হচ্ছে খাদ্য সামগ্রী।
৭মে বিকেলে উক্ত ইউপির ২নং ওয়ার্ডে প্রাথমিকভাবে সাড়ে পাঁচশ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এ খাদ্যসামগ্রী বিতরনের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, আওয়ামীলীগের মুজিবুল হক মজুমদার, হাসান চৌধুরী ডন, আলমগীর হোসেন, আমজাদ হোসেন, আবুল হোসেন কোম্পানি, যুবলীগ নেতা রাজা মিয়া, কামরুল, মোঃ হোসেন, রুবেল, নোমান, মনির, লিটন, পবন, নবী, রহিম, সালেক, রফিক, ছাত্রলীগ নেতা নিশান, মনির, জয় দে, আমির হোসেন, শাহজাহান, তুহিন, মেহেদী, পিয়াস, রাজিব, সুজন প্রমুখ।
যুবলীগ নেতা তরুণ সমাজকর্মী ডাঃ সাদাত হোসেন সাজু বলেন, তূলনা মুলক বাগান বাজারে হতদরিদ্রের সংখ্যা বেশি, কিন্তু কেউ কেউ কিছু পছন্দনীয় ব্যক্তিদের ত্রাণ দিলেও অনেক খেটে খাওয়া মানুষ আমাকে তাদের দুর্দশার কথা জানালে আমি তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিই। এভাবে পর্যায়ক্রমে সাত হাজার মানুষকে ত্রাণ সহায়তা দেবো।