মাহামুদুল হাসান (নারায়ণগঞ্জ): এই মহামারী তে সর্বদা পাশে থেকে কাজ করে গেছেন ফতুল্লা মডেল থানার এস.আই রাসেল শেখ। যেকোন দরকারে সাহায্য করেছে,তিনিও ছিলেন একজন নির্ভিক করোনা যোদ্ধা।
ফতুল্লা মডেল থানার এস.আই জনাবঃ রাসেল শেখ জানায় আমি দেশের জন্য মানুষের জন্য সৎ পথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি, সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ্ সর্বদা যেনও অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করে।
এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা,করোনা রোগীর খোঁজ নেওয়া,অসহায়দের পাশে দাঁড়ানো সহ মানুষকে করোনা মোকাবেলা কাজে সর্বদা উৎসাহ দিয়ে গিয়েছেন এই অকুতোভয় করোনা যোদ্ধা।
তিনি সৎ,সাহসী,নিরলস পুলিশ অফিসার হয়ে দায়িত্ব পালন করছে ফতুল্লাহ মডেল থানায়।
ফতুল্লাবাসী জনগন জানান,এস.আই রাসেল শেখ কে ফতুল্লা থানায় পেয়ে আমরা গর্বিত।যিনি করোনা এর ক্লান্তিলগ্নে নিরলস কাজ করে গেছেন ফতুল্লা বাসীর জন্য।তার প্রতি রইল সালাম এবং শ্রদ্ধা। তিনি দেশের সেবায় নিয়োজিত থেকে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন,তার জন্য অফুরন্ত ভালোবাসা রইল।