মাহবুবুর রহমান : নোয়াখালী বেগমগঞ্জ কাদিরপুর ইউনিয়নের করোনা পরিস্থিতিতে পূর্ব ঘাটলা ১নং ওয়ার্ড যুব সংঘের সার্বিক সহযোগিতায় ও নিজেস্ব অর্থায়নে ১৮০ টি পরিবারের মাঝে রমজান খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দেশের চলমান করোনা ভাইরাস এর কারনে অসহায় হয়ে পড়া নিন্মবিত্ত, মধ্যবিত্ত, গৃহবন্ধি, হতদরিদ্র ও দিনমজুর সহ ১৮০ টি পরিবারের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
এ সময় ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা করেন শিমুল সোহাগ, নিশান, মহিম, মনির, সাখাওয়াত, মামুন, এনায়েত, বাবুল ও সুজন সহ প্রমুখ।
এ দিকে ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন। ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি তরুণ যুব সমাজের এমন উদ্যোগকে স্বাগত জানান।