উত্তম অরণঃ
প্রথমে নিখোঁজ অতঃপর রসুলপুরে পাট ক্ষেত থেকে মৃত দেহ উদ্ধার।
নাসিরনগর উপজেলার তিলপাড়ার মোহনলাল দাশ (পিং মৃত রণজিৎ দাস) বৈবাহিক সূত্রে বেশ কয়েকবছর যাবৎ বুড়িশ্বর ইউনিয়নের অন্তর্গত দক্ষিন সিংহগ্রামে বসবাস করতো।গতকাল সন্ধ্যা হতে ঘাস কাটত গিয়ে সে নিখোঁজ। অতঃপর অনেক খুঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়নি।
সোমবার ১৮ মে সকাল ১০ ঘটিকায় তার মৃত দেহ টি ফান্দাউক ইউনিয়নের রসুলপুরে ফজর অালীর পাট ক্ষেতে পাওয়া গেছে।
লাশের নাকে মুখে বিভিন্ন অাঘাতের চিহ্ন দেখা ধারনা করা হচ্ছে। মোহনলাল কে খুন করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ও থানা ষ্টার্ফ উপস্থিত হয়েছেন। উল্লেখ্য রসুলপুরের ফজর অালীর পাট ক্ষেত থেকে মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে। ঐ দিকে ফজর অালী ও তার পরিবার বাড়ি ঘর ছেড়ে পলায়ন করেছে বলে জানা গেছে।