মোঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুরে বাংলাদেশ আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে ১০মে ২০২০ রবিবার বিকেলে শ্রীপুরের প্রানকেন্দ্র বটতলার মোড় থেকে আনুষ্ঠানিক ভাবে এ বিতরণের উদ্বোধন করেন – শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক মোঃ মসিয়ার রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন – শ্রীপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ বদিয়ার রহমান মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলীনূর রহমান, সেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ শফিউল্লাহ কর্ণেল,সহ- সভাপতি কাজী আব্দুর রউফ, যুগ্ন- সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, সমাজসেবা বিষয়ক সম্পাদক – মোঃ কাদের শেখ এবং শ্রীপুর সদর ইউনিয়নের একনিষ্ঠ কর্মী মোঃ আকিদ মোল্যাসহ আরো অনেকে। উদ্বোধন শেষে সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর ও দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেলের নেতৃত্বে শ্রীপুরের বিভিন্ন পয়েন্টে গবীর দুস্হ অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এক প্রশ্নের জবাবে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর জানান- প্রর্যায় ক্রমে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে ইফতার সামগ্রী পৌঁছাবো ইনশাআল্লাহ।