মোঃসাইফুল্লাহ/ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা পিছিয়ে পড়া গরীব, দুস্থ, অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে ।
১৪ মে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়ার নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩’শত গরীব, দু:স্থ’, অসহায় প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাইসহ বিভিন্ন প্রকার ত্রান ভর্তি প্যাকেট বিতরণ করা হয় । মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষে তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শিকদার কামাল হোসেন, শ্রীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এস.আই) হামিদুল ইসলাম, এ.এস.আই রমজান আলী, ৩নং শ্রীকোল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুন্সী জামিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিলু মিয়া,সাধারণ সম্পাদক সম্পাদক সাহেব আলীসহ আরো অনেকে।