মোঃ সাইফুল্লাহ/ মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের সকল মসজিদ সমূহের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণের অংশ হিসেবে মাগুরা পৌরসভা ও সদর উপজেলার ৭৪৭ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ৩৭লক্ষ ৩৫হাজার টাকা বিতরণ করা হয়েছে ।
৩০ মে শনিবার সকালে মাগুরা ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার ৭৪৭ টি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের হাতে এ উপহারের টাকা তুলে দেন মাগুরা-১আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু , ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ আরো অনেকে।