মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি:- বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে কর্মহীন অসহায়-হতদরিদ ও অস্বচ্ছল সনাতনী সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার হিসেবে যৌথ ভাবে তুলেদেন মানিকছড়ি উপজেলা সমাজ কল্যাণ পরিষদ,পুুঁজা উদযাপন পরিষদ, জন্মাষ্ঠমী উদযাপন পরিষদ ও ছাত্রযুব পরিষদ’র নেতৃবৃন্দরা।
বৃহস্পাতিবার (১৪ মে) সকালে শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালি মন্দিরে সনাতন সমাজ কল্যাণ কেন্দ্রী কমিটির সাধারণ সম্পাদক সজল বরন সেন, মানিকছড়ি উপজেলা সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক অমর দত্ত, শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালি মন্দির সভাপতি বাদল বরণ সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, হিন্দুধর্মীয় নেতা, শিক্ষক অজিত কুমার নাথ, রতন কুমার দে, প্রিয়তোষ নাথ প্রমূখ উপস্থিত থেকে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী তুলেদেন।
সনাতন সমাজ কল্যাণ পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক অমর দত্ত জানান, প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় উপজেলার অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষ কর্মহীন হয়ে গৃহবন্দি অবস্থায় দিনযাপন করছে। সনাতনী ধর্মাবম্বীদের মানুষের সাহায্যার্থে সব সময় সনাতন সমাজ কল্যাণ পরিষদ পাশে ছিল। বর্তমানে করোনা পরিস্থিতিতেও আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি।
সনাতন সমাজ কল্যাণ পরিষদ উপজেলা সভাপতি রুপেন পাল বলেন, সনাতনী হিন্দু সম্প্রদায়ের খেঁটে খাওয়া অস্বচ্ছল পরিবার গুলো বর্তমানে খাদ্য সংকটে ভূগছে। তাদের খাদ্য সংকটের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
সনাতন সমাজ কল্যাণ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরন সেন বলেন, সমাজের অসহায় মানুষের পাশে সব সময় সহায়তার হাত বাড়িদেন সনাতন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই সাথে করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের পাশে সব সময় সনাতন সমাজ কল্যাণ পরিষদের সাহায্যের হাত প্রসারিত থাকবে বলেও জানান সংগঠনের এ নেতা। এছাড়াও মানিকছড়ি উপজেলার ৫শতাধির সনাতন হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।