রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ভেসে যাওয়া ৪৪টি মহিষ উদ্ধার করেছে হাতিয়া নৌ-পুলিশ।বুধবার সকালে জোয়ারের করণে বিভিন্ন চরাঞ্চল থেকে ভেসে আসা এসকল মহিষ নলচিরা ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।জানা যায়, ভোরে যাত্রীবাহী একটি স্প্রিটবোট হাতিয়া আসার সময় নদীতে মহিষের একটি দল ভেসে যেতে দেখতে পাই। তখন তারা নলচিরা ঘাটে পুলিশকে অবহিত করে। পরে নলচিরা নৌপুলিশের একটি টিম এ এস আই আরমান ও এ টি এস আই নারায়ন চক্রবর্তীর নেতৃত্বে লোকজন নিয়ে নদী থেকে মহিষের দলটি উদ্ধার করে। বর্তমানে মহিষ গুলো নলচিরা নৌ-পুলিশের তত্বাবধানে রয়েছে।নলচিরা নৌপুলিশের এ এস আই আরমান জানান, উদ্ধারকৃত মহিষ গুলি আমরা হাতিয়া উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেছি। প্রকৃত মালিক নির্নয় হলে মহিষ গুলো তাদেরকে দিয়ে দেওয়া হবে।এবিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, এখন পর্যন্ত মহিষের অনেক মালিক যোগাযোগ করছেন। তাদের দেওয়া সঠিক বর্নচিহ্ন যাচাই করে আমরা হস্তান্তর করার ব্যাবস্থা করবো।