ইমরান আলী সরকার কায়কোবাদ,গঙ্গাচড়া (রংপুর)উপজেলা প্রতিনিধি ঃ রংপুরের গঙ্গাচড়ায় মানবিক সহায়তা কার্ডের টাকা নেওয়ায় জনতার হাতে গণধোলাই হলেন বড়বিল ইউপি সদস্য আবুল
হাসান খোকন মেম্বর।
জানা গেছে, গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে সরকারি ভাবে এক হাজার মানবিক সহায়তা কার্ডের জন্য কার্ড বরাদ্ধ দেওয়া হয়।
উল্লেখিত ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসান খোকন মেম্বর ৬০ জন লোকের নামের
কার্ড বরাদ্ধ পান।
সেই কার্ড অতিদরিদ্র কর্মহীন পরিবারকে দেওয়ার কথা থাকলেও ইউপি সদস্য তার প্রভাব খাটিয়ে প্রতি জনের কাছে এক হাজার থেকে ডের হাজার টাকা উৎকোচ গ্রহণ করেন।
সরেজমিনে গিয়ে দেখা য়ায়, যারা টাকা কম দিয়েছে তাদের টাকা ফেরৎ দেন ইউপি সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দুপুরের মালিপের বাজার এলাকার সাধারণ জনগণ ইউপি সদস্য আবুল হাসান খোকনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে গেলে ইউপি সদস্য তার লোকের মাধ্যমে সুকৌশলে তাদেরকে ফিরে নিয়ে আসেন। এক পর্যায়ে
ইউপি সদস্য খোকন ও জনতার মাঝে বাকবিতন্ডার সৃষ্টি করলে জনতা ইউপি সদস্যকে গণধোলাই দেয়।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ এস আই ফারুক ঘটনাস্থল থেকে ইউপি সদস্যকে উদ্ধার করেন। পরে ইউপি সদস্য আবুল হাসান খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করেন।
এদিকে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ নেওয়াজের নামে মানবিক সহায়তা কার্ডের টাকা নেয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার বড়বিল ইউনিয়নের
৩নং ওয়ার্ডে দেয়ানিপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, অতিদরিদ্র কর্মহীনরা বলেন,
সরকারি ভাবে মানবিক সহায়তা কার্ডের জন্য তালিকা করে কার্ড বরাদ্ধ দেওয়া হবে। সেজন্য ওই এলাকার কাঠ মিস্ত্রি রাজা মিয়া এবং টিটুল, মোক্তারুল ইসলাম,মানিক মিয়া জানান প্রতি জনের কাছে এক হাজার থেকে দের হাজার টাকা ছারা মানবিক সহায়তা কার্ড দেওয়া যাবে না, তার চেয়ে কম টাকা নিয়ে যাওয়ায় তাদেরকে ফেরৎ পাঠিয়ে দেন ইউপি সদস্য শাহ্ নেওয়াজ ।
এব্যপারে বড়বিল ইউনিয়ন চেয়ারম্যান আফজালুল হক রাজু
সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ট করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।