নুর আলম সিদ্দিকী, স্টাফ রিপোর্টারঃ রংপুরে সামাজিক দূরত্ব মানছে না সাধারণ মানুষ।
বারোতম রমজান ও সরকারী ছুটির ৪১তম দিনে রংপুর মহানগর এলাকায় লোকসমাগম বেড়েছে । অনেকেই দোকানপাটও খুলে বসেছেন।
প্রশাসন ও আইনশৃঙখলা বাহিনী চেস্টা করছেন সামাজিক দুরত্ব নিশ্চিত করাতে।
নগরীর মুল সড়কে ফুটপাত ছাড়াও পাশের গলি গুলোতেও বসেছেন ক্ষুদ্র ব্যবসায়িরা।
সবশ্রেণির দোকানপাটও খুলে বসেছেন ।
তবে সার্টার সামান্য নামানো, দিব্যি চলছে বিক্রি, এই অবস্থায় তটস্থ আইনশৃঙখলাবাহিনী । রিকশা,অটোরিকশা,বাইসাইকেল,মোটর সাইকেলেরও সরগরম উপস্থিতি দেখে বোঝার উপায় নেই লকডাউন চলছে।
সেনাবাহিনী ফুটপাত থেকে দোকানিদের সরিয়ে দিতে সকাল থেকেই কাজ করছেন । দোকানিদের উঠিয়ে দেয়ার নানা কসরত খাটাচ্ছেন তারা।
অন্যদিকে যানবাহন কমাতে মেট্রোপলিটন পুলিশও মামলা দেয়ার কৌশল নিয়েছে ।
সিটি করপোরেশন মাইকিং করে লোকজনকে ঘরে যাওয়ার অনুরোধ করছেন।
কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছে না। মানুষজন বাইরে বের হওযার ব্যাখ্যা দিচ্ছেন একেক জন এককভাবে।