শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
বিশ্ব মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাউজানবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াজিষপুরের ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “করোনাময় পরিস্থিতিতে বৈশ্বিক মানবতা যখন বিপন্ন সেই মুহুর্তে আমরা পালন করছি আমাদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর পাপমুক্তি ও আনন্দের বার্তা নিয়ে আসছে পবিত্র ঈদ-উল-ফিতর।
মহান আল্লাহ্র পক্ষ থেকে মুসিলম উম্মাহ্”র জন্য এটি রহতমস্বরূপ। বর্তমানে করোনাভাইরাস সংকটের কারণে বিশ্বজুড়ে নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এবারের ঈদ সকলকে ঘরে পালন করার আহবান জানাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়ার পাশাপাশি সকলের উচিৎ এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ্র দরবারে প্রার্থনা করা। সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। তিনি জানান, আগামীকাল সকাল৮-৪৫মি:আমার সহকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করব।তিনি করোনা পরিস্থিতিতে দীর্ঘ ২ মাস ধরে নেতাকর্মীদের নিয়ে নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদে রাত যাপন করে নোয়াজিষপুরে কর্মহীন হয়ে পড়া দিনমজুর, শ্রমজীবী,হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।