1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠার পেছনে সুপ্রিমকোর্টের ভুমিকা! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত নবীগঞ্জে এক মোটরসাইকেল আরোহী নিহত শিবির নেতা মুসা বিপ্লবের শয্যাপাশে কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ খুটাখালীতে বাংলাদেশ কমার্স ব্যাংকে কেক কেটে নববর্ষ উদযাপন  সাভারের স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার পেশাজীবী থানার ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি ঘোষণা মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন হালদা নদীর পরিবেশ ধ্বংস করছে অবৈধ ইটভাটা মাগুরায় তুলা চাষিদের নিয়ে মাঠ দিবস উদযাপন দেখার কেউ নেই,অসহায় রেলওয়ে কর্তৃপক্ষ’ শ্রীপুরে রেলের জমি দখলের মহোৎসব চলছেই!পৌর ড্রাইভার মাইন উদ্দিনের খুঁটির জোর কোথায়! বছরের প্রথম প্রহরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে নতুন বছরকে বরণ করলো জাতীয়তাবাদী সাইবার ইউজার দল

রাষ্ট্র ফ্যাসিবাদী হয়ে উঠার পেছনে সুপ্রিমকোর্টের ভুমিকা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ১৯৭ বার

অলিউল্লাহ নোমান :
১৯৯৬ সালে ভোটের মাধ্যমে মার্জিন ব্যবধানে আওয়ামী লীগ ক্ষমতায়। ভোটে দলটি পেয়েছিল ১৪৬ আসন। ক্ষমতা গ্রহনের জন্য প্রয়োজন ১৫১ আসন। ৫ আসন থেকে দূরে ক্ষমতা। দরকার আরো ৫ জন সংসদ সদস্যের সমর্থন। স্বৈরাচার খ্যাত এরশাদ তখন কারাগারে। তাঁর দল বিজয়ী হয় ৩২ আসনে। ক্ষমতায় যাওয়ার জন্য তাঁকেই দরকার। স্বৈরাচারের সাথে সমঝোতা করলেন শেখ হাসিনা। বিনিময়ে দলটির তৎকালীন মহাসচিব আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রিত্ব লাভ করেন। শুধু তাই নয়, এক আসন পাওয়া জাসদের আ স ম রবকেও টানা হল শেখ হাসিনার কোলে। তাঁকেও দেয়া হয় মন্ত্রিত্ব। শেখ হাসিনা এই সরকারের নাম দিলেন, ‘ঐকমতের সরকার’। আ স ম রব বড় রাজনীতিক। শেখ হাসিনার কোলেও দোলেছেন ১৯৯৬সালে। এখন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা।
১৯৯৬ সালে যখন আসম রব সরকারে। সে সরকার দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, প্রশাসনে ব্যাপক দলীয় ও আত্মীয়করণ, বিচার বিভাগকে কব্জায় নেয়ার জন্য দলীয় বিচারক নিয়োগের জন্য আলোচিত ও সমালোচিত। ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের ছত্রছায়ায় জেলায় জেলায় সন্ত্রাসী গডফাদার গড়ে উঠেছিল। যেমন, ফেনীতে জয়নাল হাজারী, ঢাকায় হাজি মকবুল (সম্প্রতি তিনি মারা গেছেন), হাজি সেলিম, লক্ষ্মিপুরের আবু তাহের, নারায়নগঞ্জের শামিম ওসমান ব্যাপক আলোচতি ও সমালোচিত। প্রতিটি জেলায় এরকম গডফাদার ছিল সরকারের ছত্রছায়ায়। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের চাঁদাবাজির কারনে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ছিলেন অতীষ্ঠ। দেশের বিভিন্ন জেলায় প্রবাসীরা দেশে ফিরলে চাঁদা দিতে হত স্থানীয় আওয়ামী মাস্তানদের। নতুবা শান্তিতে ঘরে থাকা সম্ভব ছিল না। বাড়িঘর বানাতে হলে তো আর কথাই নেই। চাঁদাবাজি তখন দেশ জুড়ে করোনার চেয়েও মহামারি আকারে রুপ নিয়েছিলে।
একের পর এক বিরোধী রাজনৈতিক নেতা খুনের স্বীকার হন। লক্ষি¥পুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলামের খোজ আজো পাওয়া যায়নি। তাঁকে খুন করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার অভিযোগ রয়েছে তৎকালীন পৌর চেয়ারম্যান আবু তাহেরের বিরুদ্ধে। চার দলীয় জোট সরকারের সময় ছেলেসহ আবু তাহেরের ফাঁসির আদেশও হয়েছিল দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কিন্তু বিচারের চুড়ান্ত নিষ্পত্তি সম্ভব হয়নি উচ্চ আদালতে। তাই পরবর্তীতে তারা রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা নিয়ে বের হয়ে আসেন।
এমনি আরো বহু আলোচিত রাজনৈতিক খুনের ঘটনা ঘটে তখন। ঢাকার সূত্রাপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব মন্ডল হত্যার ঘটনাও ঝড় তুলেছিল দেশব্যাপি। পুরান ঢাকায় জোরা খুন করে লাশ টুকরো বানিয়ে ম্যানহোলের মাধ্যমে ড্রেনে ফেলে দেয়ার ঘটনা আরো বেশি চাঞ্চল্যকর হয়ে উঠে তখন। আলোচিত ছিল, এসব খুনের আসামীরা শেখ হাসিনার এক বান্ধবীর ছেলে। চার দলীয় জোট সরকারের সময় ধরাও পড়েছিলেন আসামীরা। কিন্তু বিচার চুড়ান্ত নিষ্পত্তি হয়নি। তাই সরকার পরিবর্তনের পর তারাও বের হয়ে আসেন। এরকম অনেক খুনের মামলার আসামীরা রাষ্ট্রপতির কৃপায় মুক্তি পেয়েছেন শেখ হাসিনার দ্বিতীয় জামানায়। এনিয়ে কিন্তু কেউ কোন কথা বলেন না। উচিত ছিল এ বিষয় গুলো বেশি বেশি মানুষকে অবহিত করা। কিন্তু বিরোধী দল গুলো এসব থেকে অনেক দূরে। সবাই, ইয়া নাফসি, ইয়া নাফসিতে ব্যস্ত।
শেখ হাসিনার প্রথম জামানায় খুন, সন্ত্রাস, মামলা-হামলা দিয়ে বিরোধী দল দমনের চেষ্টা কম হয়নি। একটা উদাহরণ দেই। এতেই বুঝতে পারবেন মামলার চরিত্র কেমন ছিল। ১৯৯৭ সালের ঘটনা। ময়মনসিংহ এলাকায় বিদ্যুতের খুটির নাট-বল্টু চুরি হয়েছে। এ চুরির মামলার আসামী বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মান্নান ও গয়েশ্বর চন্দ্র রায়। তারা হাইকোর্ট বিভাগে গেলেন আগাম জামিনের জন্য। হাইকোর্টের একটি বেঞ্চ জামিন শুনানী করলেন। তাদের জামিন দেয়া হল। পাশাপাশি সরকারকে জরিমানা করা হল। জরিমানা হিসাবে প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপুরন দেয়ার নির্দেশ দেয়া হয়। বিচারকরা স্বাপ্রণোদিত হয়ে এমন জরিমানা করলেন। শেখ হাসিনার রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত মামলা-হামরার ঘটনায় এটা একটি বড় ধাক্কা বলা চলে এমন জরিমানা। এমনটা হয়েছিল, কারন সুপ্রিমকোর্ট তখনো শেখ হাসিনার পুরোপুরি নিয়ন্ত্রণে নয়।
এতে সুপ্রিমকোর্ট নিয়ে ১৯৯৬ সালের শেখ হাসিনার সরকার কোন অবস্থায় স্বস্তিতে ছিলেন না। তাঁকে রংহেডেট ঘোষনা, সরকারে জরিমানা, শেখ মুজিব হত্যা মামলার আপিল শুনানীতে একের পর এক বেঞ্চ বিব্রতবোধ করা, সরকারের দায়ের করা মামলায় আগাম জামিন দেয়া, সবই ছিল শেখ হাসিনার জন্য অস্বস্তিকর। সবমিলিয়ে সুপ্রিমকোর্ট তাঁকে বিব্রত করেছে অনেক। তাই সুযোগ পেলে সুপ্রিমকোর্ট নিয়ন্ত্রণের কৌশল নেবেন।এটাই স্বাভাবিক। সুপ্রিমকোর্টের উপর তাঁর ক্ষোভের প্রতিশোধন নেবেন। এটাই তো স্বাভাবিক। আর কৌশলটা হচ্ছে দলীয় ক্যাডার বা দলের প্রতি শতভাগ অনুগত বিচারক নিয়োগ দেয়া। আগের আলোচনায় উল্লেখ করেছি শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকার ৪০ জন বিচারক নিয়োগ দিয়েছিলেন। যা ছিল তৎকালীন সময় পর্যন্ত একটি সরকারের সর্বোচ্চ নিয়োগ। এর আগে কোন সরকার ৫ বছর মেয়াদে হাইকোর্ট বিভাগে এত সংখ্যক বিচারপতি নিয়োগ দেয়নি।
এ কৌশলে শেখ হাসিনার দুটি ফায়দা হাসিল হয়েছে।
(ক) তার রেখে যাওয়া দলীয় ক্যাডার বিচারক পরবর্তী সরকারকে অস্বস্তি দিয়েছে। যেমন, খায়রুল হক চার দলীয় জোট সরকারের সময় ৫ম সংশোধনী বাতিল করেছে। জিয়াউর রহমানকে অবৈধ শাসক হিসাবে ঘোষণা করেছে। এর চেয়ে বড় পাওয়া শেখ হাসিনার জন্য আর কি থাকতে পারে! সংবিধানের ৫ সংশোধনী জিয়াউর রহমানের রাজনীতির ভিত্তি। এছাড়া রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ জিয়াউর রহমানের ইমেজ। জিয়াউর রহমানের স্ত্রী ক্ষমতায়। এই সময় জিয়াউর রহমানকে অবৈধ শাসক এবং ৫ সংশোধনী বাতিল শেখ হাসনিার রাজনৈতিক জীবনে সেরা উপহারই বলা চলে! এ উপহার পেয়েছেন বিচারক নিয়োগে কৌশলের ফল হিসাবে। তাঁর নিয়োগে কার ভাই, কার শ্যালক, বা কার কোটা, সেটা দেখা হয়নি। দেখা হয়েছে, শতভাগ আওয়ামী কি না। এজন্য তিনি ফসলও ঘরে তোলেছেন।
(খ) তাঁর এমন নিয়োগ আরো ফায়দা দিযেছে তাঁর রাজনীতিতে। ভবিষ্যত রাজনীতির পথ মসৃণ করতে সহায়কের ভুমিকা পালন করেছেন তারা। যেমন, ২০০১ সালের নির্বাচনে তত্ত¦াবধায়ক সরকার ব্যবস্থা তাঁর জন্য সুখকর ছিল না। ভোটের রাতে নির্বাচনের ফলাফল স্থগিত ও বাতিল করতে চাপ দিয়েছিলেন। তৎকালীন তত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি লতিফুর রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ কেউ তাঁর চাপের কাছে নতি স্বীকার করেনি। এরপরই তিনি ফন্দি আটেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করার নিমিত্তে। সুযোগ পেলে বাতিল করবেন, এটা মনের ভেতরে পুষেছিলেন তখনই। ২০০৯ সালে জরুরী আইনের কল্যানে ক্ষমতায় ফিরেন। চাইলে সংখ্যাগরীষ্ঠতা দিয়ে বাতিল করতে পারতেন। তবে সমালোচনাটা হত আরো ব্যাপক। তাই আগে এই বাতিলটাকে আইনি লেবাস দিলেন, সুপ্রিমকোর্টের মাধ্যমে। এজন্য তাঁকে কোন রকেরম চিন্তা করতে হয়নি। শতভাগ অনুগত ও চার বিচারকের মাধ্যমে এটা করিয়ে নিতে সক্ষম হয়েছেন অতি সহজেই। বরং প্রকাশ্য আদালতে ঘোষিত রায়ও পাল্টে দিয়েছে লিখিত রায়ে। আর এই একটি রায়ই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস এবং জোর করে ক্ষমতা আকড়ে থাকার পথ প্রশস্ত করে দিয়েছে।
মোট কথা বিচার বিভাগ রাষ্ট্রকে ফ্যাসিবাদী হয়ে উঠতে কিভাবে সহায়তা করে, তাঁর বাস্তব উদাহরণ এখন বাংলাদেশ। আজকের এই বাংলাদেশকে ফ্যাসিবাদী হয়ে উঠতে শেখ হাসিনাকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং করছে বিচার বিভাগ নামক প্রতিষ্ঠানটি। অথচ বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় নিপীড়ন থেকে সাধারণ জনগণকে রক্ষা করা। সরকার আইন বহির্ভূত কোন কিছু করলে সেটাকে রোধ করা। ক্ষমতার ভারসাম্য রক্ষার মাধ্যম হচ্ছে বিচার বিভাগ। যেমন আগের আলোচনায় বলেছিলাম, ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকারের জননিরাপত্তা আইনকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। এটা রাষ্ট্রকে জনগনের মৌলিক অধিকার বিরোধী আইন থেকে বিরত করেছিল। এখন আর সে সুযোগ নাই। বরং মানুষের মৌলিক অধিকার হরণে বিচার বিভাগ এখন রাষ্ট্রকে সহযোগিতা করছে।
প্রশ্ন করতে পারেন রাষ্ট্রকে ফ্যাসিবাদী হতে কিভাবে বিচার বিভাগ সহযোগিতা করছে?
২০০৯ সালের জানুয়ারীতে শেখ হাসিনার সরকার সবে মাত্র ক্ষমতায় এসেছে। জরুরী আইনের সময়ে পলাতক ছিলেন, এমন মামলার আসাসীরা একে একে আসছেন হাইকোর্টে। মোজাম্মেল হোসেন তখন হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারক। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকার তাঁকে নিয়োগ দিয়েছিল। আওয়ামী লীগ আমলেই তাঁর চাকুরি স্থায়ীও হয়েছিল। তাঁর বেঞ্চে দন্ডপ্রাপ্ত পলাতক আসামী শেখ হেলাল জামিনের আবেদন জানালেন। সাধারণ আইন অনুযায়ী আপনি ফৌজাদরি মামলা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী সরাসরি জামিন চাওযার সুযোগ নেই। যেমন ধরেন, আপনি বা আমি ফৌজদারি মামলার আসামী। কিন্তু পলাতক অবস্থায় কারাদন্ড হয়েছে। এমন অবস্থায় আপিল করতে হলে, আগে আত্মসমর্পন করতে হবে। কারাগারে গিয়ে জেল কতৃপক্ষের মাধ্যমে ওকালতনামা দিয়ে আপিল করা হচ্ছে, আইনের প্রচলিত বিধান। কিন্তু মোজাম্মেলের বেঞ্চ শেখ হেলালকে সরাসরি জামিন দিয়ে দিলেন। যা প্রচলিত আইনের আওতার বাইরে। এ জামিনের পর জরুরী আইনের সময় পলাতক দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন মঞ্জু, শাজাহান ওমরসহ আরো অনেকেই আসনে তাঁর বেঞ্চে। মোজাম্মেল হোসেন তাদের জামিন আবেদন ফিরিয়ে দেন এবং প্রকাশ্য আদালতে বলেন, সবার জন্য এই দরজা উম্মুক্ত করিনি! অর্থাৎ তিনি বলে দিয়েছেন, সবার জন্য আইন সমান নয়। এটা শুধু শেখ হেলালের জন্য উম্মুক্ত করা হয়েছিল। তাঁর কথায় স্পষ্ট, বেআইনের ব্যতয় ঘটিয়ে কাউকে জামিন দেয়া যাবে। আর বাকীদের আইনের পথ অনুসরণ করার নসিহত করে দিলেন।
তার এমন কর্মকান্ড নিয়ে তখনই দৈনিক আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছিলাম। এ রিপোর্টটি আজ এখনে সংযুক্ত করে দেয়ার চেষ্টা করব। আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এর কিছুদিন পরই তাঁকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়। তাঁকে দায়িত্ব দেয়া হল চেম্বার বিচারপতি হিসাবে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের মাঝামাঝি অবস্থান হচ্ছে চেম্বার জজজের আদালত। হাইকোর্ট বিভাগের কোন মামলার বিরুদ্ধে জরুরী আপিল করতে হলে চেম্বার আদালতে যেতে হয়। মোজাম্মেল হোসেন তখন ওই চেম্বার আদালতের বিচারক। বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করা হয়েছে। জরুরী আইনের পর তিনি জামিন মুক্তি পেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবার গ্রেফতার হলেন। তাঁকে একের পর এক রিমান্ডে নেয়া হচ্ছে। তাঁর আইনজীবী হাইকোর্টে গেলেন রিমান্ডের বিরুদ্ধে আপিল করতে। হাইকোর্ট বিভাগ তাঁর রিমান্ড স্থগিত করে দেয়। সেদিনই বিকালে চেম্বার জজের আদালতে যায় অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট বিভাগের আদেশ স্থগিতের জন্য আবেদন করা হয় অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী হলেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি চেম্বার জজ মোজাম্মেল হোসেনকে জানালেন, লুৎফুজ্জামান বাবর টানা রিমান্ডের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আরো রিমান্ডে নিলে তিনি মারা যাবেন। অসুস্থতার কারনেই হাইকোর্ট রিমান্ড স্থগিত করেছে। তখন চেম্বার জজ মোজাম্মেল হোসেনের সামনে অ্যাটর্নি জেনারেল বললেন, বাবর মারা গেলে আইসেন। এখনো তো মারা যায়নি। এমন কথার পরও মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে দিলেন। তিনি বাবরকে অসুস্থ অবস্থায় রিমান্ড চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এই ঘটনা নিয়েও তখন দৈনিক আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছিলাম। রিপোর্টের শিরোনাম ছিল-‘চেম্বার জজের আদালতে অ্যাটনিৃ জেনারেল, বাবর মইরা গেলে আইসেন।’ কিন্তু দু:খিত এ রিপোর্টটি এ মূহুর্তে আমার সংগ্রহে নেই।
চেম্বার জজের এরকম অসংখ্য আদেশ হতে থাকে। যা আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। অনেক জামিন জরুরী প্রয়োজনে মঞ্জুর করে হাইকোর্ট। কিন্তু অ্যাটর্নি জেনারেল আবেদন করলেই চেম্বার জজ সে গুলো স্থগিত করে দেয়। এতে মোজাম্মেল হোসেন তখন হাইকোর্টের আইনজীবীদের মুখে মুখে স্টে জজ হিসাবে খ্যাতি লাভ করে। সুপ্রিমকোর্টে এটা প্রচলিত ছিল, মোজাম্মেল হোসেন মানেই স্টে জজ। তাঁর কাছে গেলেই সরকার পক্ষে আদেশ দেয়া হয়। এরকম অনেক মামলার উদাহরণ টেনে একটি রিপোর্ট করলাম। ২০১০ সালের এপ্রিল মাসে রিপোর্টটি প্রকাশিত হয়। দৈনিক আমার দেশ পত্রিকার শ্রদ্ধেয় সম্পাদক মাহমুদুর রহমান এ রিপোর্টের শিরোনাম দিলেন-‘চেম্বার মানেই সরকার পক্ষে স্টে’। এর জন্য আমাদের দুইজনকেই কারাগারেও যেতে হয়েছিল। সেটা সবারই জানা। তবে একদিন বিস্তারিত আলোচনা করব।
আজকের আলোচনা হচ্ছে, সুপ্রিমকোর্ট একটি রাষ্ট্রকে কিভাবে ফ্যাসিবাদী হতে সহযোগিতা করে সেটার কিঞ্চিৎ নমুনা প্রকাশ করা। সুপ্রিমকোর্টের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায়ই বাংলাদেশ নামক রাষ্ট্রটি আজকের এমন ফ্যাসিবাদী রুপ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম