স্টাফ রিপোর্টার, লালমনিরহাট : ৩০ মে
লালমনিরহাটে ২টি অসহায় পরিবারের ২৫ শতক জমি জবর-দখল করে নিয়েছে প্রভাবশালী মহল। লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের মৃত: আজগার আলীর ছেলে, মোঃ আজিজার রহমান ও শামছুল হক (আব্দুল) এর নামীয় একই এলাকার সাতপাটকী মৌজায় অবস্থিত ২টি অসহায় পরিবারের ২৫ শতক জমি লীজভিত্তিক প্রতিমাসে ৪ হাজার টাকা ভাড়া দেয়ার প্রতিশ্রæতি দিয়ে হারাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার (রানা) জবর-দখলে নিয়ে ওই জমির উপর সরকারি রেজিষ্ট্রেশন বিহীন সিরাজুল হক খন্দকার প্রি-ক্যাডেট নামে একটি কেজি স্কুল নির্মাণ করেছেন। ভাড়ার টাকা দিতে চেয়ে ১ বছর পেরিয়ে গেলেও অদ্যবধি ভাড়ার টাকা দেয়নি। উল্টো ২৫ শতক জমি নিজ নামে দেখানোর জন্য বিভিন্ন কূট-কৌশলে লিপ্ত রয়েছে ওই সাবেক ইউ.পি চেয়ারম্যান। প্রতারণার শিকার অসহায় পরিবার ২টি জমি উদ্ধারে লালমনিরহাট জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার ও লালমনিরহাট সদর থানায় পৃথক পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছে। এর প্রেক্ষিতে সদর থানার এ.এস.আই মিজানুর রহমান ঘটনাটি তদন্ত করছেন। তিনি জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।