1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জায়গা দখল, প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারধর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা !

লোহাগাড়ায় জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় জায়গা দখল, প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারধর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৫৩ বার

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় পৈত্রিক জায়গা দখল করে নেয়ার অভিযোগ ওঠেছে আবুল কালাম (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এতে বাঁধা দিতে গেলে ব্যবসায়ী মো : রাসেলকে ১০/১৫ জন ভাড়াতে সন্ত্রাসী দিয়ে মারধর করে গুরতর আহত করা হয়। গত ২৪ মে সকাল ১০ টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিপুর পাড়ায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত ব্যবসায়ী মো : রাসেল বাদী হয়ে একই এলাকার প্রতিপক্ষ আবুল কালাম ও মিনহাজের বিরুদ্ধে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

লোহাগাড়া থানায় ব্যবসায়ী মো : রাসেলের দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, মো : রাসেল চট্টগ্রাম নগরীর তামাকুন্ডি লাইন বণিক সমিতির নির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক ও একজন প্রতিষ্টিত ব্যবসায়ী । ব্যবসার সুবাধে তাঁরা স্ব-পরিবারে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। প্রতিপক্ষ আবুল কালাম একজন মাদকসেবী, জবরদখলকারী ও সন্ত্রাসী প্রকৃতির লোক হয়। সে প্রায় সময়ই আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়ীর চলাচলের পথ বন্ধ করা এবং আমাদের বসতভিটার গাছ-পালা কেটে নেয়। সর্বশেষ গত ২৪ মে সকাল ১০টায় ব্যবসায়ী রাসেলের বসতভিটার পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলে নেয়ার চেষ্টা করে। এতে সে বাঁধা দিলে প্রতিপক্ষ আবুল কালাম ও তার ছেলে মিনহাজের নেতৃত্বে ১০/১৫ জন ভাড়াটে সন্ত্রাসী লাঠি-সোঁটা, দা-ছুরি ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে কিল-ঘুষি মারে এবং ছুরি ও লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এতে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাঁর ভাই ওমর ফারুক ও স্থানীয় মেস্ত্রী রিদোয়ান তাঁকে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অভিযোগ সুত্রে আরো জানা যায়, আবুল কালাম এতোই সন্ত্রাসী প্রকৃতির যে গত কয়েকদিন পূর্বে বিনাকারণে স্থানীয় মসজিদের ইমামকেও মারধর করেছিলেন। তিনি ভয়ে অভিযোগ করার সাহস পায়নি। এছাড়াও তার কোন অন্যায় কিংবা মাদক সেবনের প্রতিবাদ করলেই সে যখন-তখন যে কাউকে মারধর করে। বলতে গেলে উক্ত এলাকায় সে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে।

এদিকে, আবুল কালাম ও তার ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ব্যবসায়ী মো : রাসেল ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে অভিযুক্ত আবুল কালামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম