1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় ছেলের নির্দেশে অবরুদ্ধ মা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন এস.এম আকতার উদ্দিন চৌধুরী  মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ভাঙচুর, মারামারিতে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠান পণ্ড বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক

শরনখোলায় ছেলের নির্দেশে অবরুদ্ধ মা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১৬১ বার

নইন আবু নাঈমঃ
মা-কথাটি ছোট্র অতি কিন্তু জেনো ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সেই মধুর নামটি আজ সম্পুর্ন ভূলে গেছে বাগেরহাটের শরনখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা মৃতঃ-জগদীশ চন্দ্র হালদারের ছেলে নারায়ন চন্দ্র হালদার (৩৮)। বর্তমানে তিনি ওম্যান প্রবাসী হলেও নারায়নের নির্দেশে তার স্ত্রী সুপ্রিয়া রানী সব কিছুরই কলকাঠি নাড়ছেন স্থানীয় এক স্কুল শিক্ষকের ইশারায়। প্রবাসী নারায়নের মা-ময়না রানী (৬৫) বলেন, দিন মজুর স্বামীর ঘরে থেকে নানা প্রতিকুলতার মধ্যে ৪টি সন্তানকে আমি অনেক কষ্টে বড় করেছি । আজ মেজ ছেলে অনেক পয়সা ওয়ালা হওয়ায় আমার নাম পর্যুন্ত শুনতে পারে না । কোন দিন ফোন করে বলে না মা তুমি কেমন আছ ?। বৌ এবং প্রতিবেশি এক স্কুল মাষ্টার এখন নারায়নের সব । তাদের কথা শুনলেও আমার কোন কথা শোনে না এক সময়ের ছোট্র নারায়ন । গেল দশ বছর পুর্বে আমার স্বামী মারা যায়। তার রেখে যাওয়া বসত ভিটা ভাগ করে ছেলেরা যে যার মতো এখন আলাদা। বড় ছেলে গঙ্গা চরন ও মেজ ছেলে নারায়ন দীর্ঘ দিন ধরে কোন খোঁজ-খবর না নেওয়ায় ছোট ছেলে দিন মজুর বাসুদেবের ঘরে আছি । এখন আমি মরে গেলে হয়তো ওরা শান্তি পাবে । মনের ভুলেও নারায়নের ঘরে যাইনা । কিন্তু কয়েক মাস আগে নারায়ন বিদেশ থেকে বাড়িতে আসে তখনও মেজ খোকা আমাকে ডাকেনি। লোক মুখে শুনেছি বিদেশ থেকে কত জনের জন্য কতকিছুই নিয়ে এসেছেন আমার বাবা কিন্তু তাতে আমি কোন কষ্ট পাইনি। ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি বিদেশের মাটিতে আমার খোকা যেন ভালো থাকে। তবে, দেশে আশার কিছু দিন পর তুচ্ছ ঘটনায় ছোট খোকা বাসুদেব ও নারায়নের মধ্যে মারামারি হয়। এতে নারায়ন তার স্ত্রী সুপ্রিয়া রানীর গর্ভের সন্তান নষ্টের মিথ্যা অভিযোগ স্বাজিয়ে ২০১৯ সালের ডিসেম্বর মাসে শরনখোলা থানায় বাসুদেব (৩২) ও তার স্ত্রী মনিকা রানী (২৮) কে আসামী করে একটি মামলা করেন । সম্প্রতি ওরা জামিনে আসলে প্রবাসে থাকা নারায়নের নির্দেশে ছোট বৌ সুপ্রিয়া রানী আমাকে সহ বাসুদেবদের বাড়ী থেকে বাহিরে বের হওয়ার পথে কাঁটা তারের বেড়া দিয়ে আটকে দেয় । গত ১৫ দিন ধরে অবরুদ্ব অবস্থায় আছি । বিষয়টি থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ,মেম্বার সহ গন্য-মান্যদের জানালেও কেউ নারায়নের বিরুদ্বে কথা বলেনি। এছাড়া বাসুদেবের স্ত্রী মনিকা রানী বলেন ,সামান্য বিষয়ে নিয়ে ঝগড়া-বিবাদ হওয়ার পর আমার স্বামী মেজ -দাদার পায়ে ধরে ক্ষমা চেয়েও রেহাই পাননি । টাকার জোরে আমাদের বিরুদ্বে তিনি মিথ্যা মামলা করেছেন। এমনকি এবার বিদেশ যাওয়ার আগ মুহুর্তে চলতি বছরের ৯,ফেব্রæয়ারী বাগেরহাট আদালতে আমাদও বিরুদ্বে আরো একটি মিথ্যা মামলা করে গেছেন। জামিন নিয়ে আমরা বাড়িতে আসলে তার নির্দেশে যাতায়াতের পথ (রাস্থা) বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে, থানায় কোন মামলা হবে না, বলে তৎকালীন সময়ে স্থানীয় এক ইউপি সদস্য পুলিশকে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে দশ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু মামলা হওয়ার পর ঘর-বাড়ী ফেলে আমরা স্বামী-স্ত্রী চার মাস পালিয়ে থাকি । কিছুদিন হয়েছে জামিন নিয়েছি । তবে, এ পর্যুন্ত একটি টাকাও উদ্বার করতে পারিনি ওই প্রতারকের কাছ থেকে। এ বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ কবির হোসেন তালুকদার বলেন, শ্রদ্বা সম্মান ও ভালোবাসা দিয়ে একজন মাকে খুশি করা যায় কিন্তু তার ঋন কখনো শোধ করা যায় না। এমনকি কোন প্রলোভন দিয়ে মাকে তার সন্তানের বিরুদ্বে কোন ক্ষতির কাজে দাঁড় করানো যায় না কিন্তু সন্তানের জন্য মা-তার জীবন দিতে পারে। সেই মায়ের পথ যে বন্ধ করতে পারে, সে সন্তান নামের কলংঙ্ক । তবে, এ বিষয়টি নিয়ে আমিও চেষ্টা করেছি কিন্তু নারায়নের কাছে পরাজিত হয়েছি । এ ব্যাপারে প্রবাসী নারায়নের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন , আমি কোন মা-ঠা চিনি না ওই জমি আমার তাই তাদেরকে কোন পথ দেয়া হবে না । উনি (মা) এবং বাসুদেবরা কোথা থেকে বাহিরে যাওয়া আশা করবে সেটা আমার দেখার বিষয় নয় । শরনখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল-সাইদ জানান , ওই মার অবরুদ্ব হওয়ার কোন অভিযোগ আমাদের কাছে নেই । তবে, তিনি লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম