1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারি ওষুধ চুরি থেকে চাল চোর ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা এখনো বহিষ্কার হয়নি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

সরকারি ওষুধ চুরি থেকে চাল চোর ইউপি চেয়ারম্যান সামসুদ্দোহা এখনো বহিষ্কার হয়নি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৭৯ বার

শরীয়তপুর জেলা প্রতিনিধি ঃ ওষুধ চুরির দায়ে সরকারি চাকুরি থেকে বহিষ্কার হওয়া ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুদ্দোহা ওরফে ডাঃ রতন চাল চুরির দায়ে আটক হয় গত ৭ মে। সাথে একই ইউনিয়নের সচিব জাহাঙ্গীর আলমকেও আটক করে পুলিশ। জানা যায়, শরীয়তপুরের আরশিনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সচিব জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করে। পরে অভিযোগ পেয়ে এনএসআই-এর ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল সরেজমিনে তদন্তে গিয়ে বিষয়টির সত্যতা পায়। একই সঙ্গে তারা ৩৫ বস্তা বিজিএফের চাল উদ্ধার করে। এরপর ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিবকে আটকের নির্দেশ দেন। ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সামাদ বলেন, ভেদরগঞ্জ উপজেলায় জাটকা ইলিশ আহরণ বন্ধ থাকায় ছয় হাজার ৪৭২ জেলেকে ভিজিএফের চাল দেয়া হয়। এর মধ্যে আরশিনগর ইউনিয়নের ৫৮৪ জন জেলের প্রত্যেকের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।
সেই ঘটনায় তাৎক্ষণিকভাবে সখিপুর থানা আওয়ামী লীগ থেকে রতনকে বহিষ্কার করা হয়। সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। আতিকুর রহমান মানিক সরকার বলেন, কেন্দ্রের নির্দেশ অনুযায়ী চাল চুরির অভিযোগে আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা.শামসুদ্দোহা রতনকে পার্টি থেকে বহিস্কার করা হয়েছে।
কে এই ডাঃ রতন: সামসুদ্দোহা ওরফে ডাঃ রতন ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের সরকারি কর্মকর্তা। ১৯৯৭ সালে সিরাজগঞ্জে কর্মরত থাকাকালীন সরকারি ওষুধ চুরির অভিযোগ উঠে তার নামে। তদন্তে সেই চুরি প্রমাণিত হলে ওষুধ চুরির দায়ে সরকারি চাকুরি থেকে তাকে বহিষ্কার করা হয়।
তারপর এলাকায় এসে শুরু করে রাজনীতি এবং কালক্রমে হয়ে যায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বিভিন্ন সময় তার নামে নানা দুর্নীতি ও অপকর্মের অভিযোগ উঠলেও কোন প্রতিকার হয়নি। এবার চাল চুরি ও জেলেদের চালে ওজনে কম দেয়ার বিষয়ে অভিযোগ এনএসআই ‘র সরেজমিনে তদন্তে বিষয়টির সত্যতা পায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তার সচিবসহ তাকে গ্রেফতার করা হয়।কিন্তু এমন প্রমাণিত ঘটনার পরও তাকে চেয়ারম্যানের পদ থেকে এখনো বহিষ্কার করা হয়নি। আদালতে মামলার নামে সময়ক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ তুলছেন এলাকার জনগণ। কেউ কেউ বলছেন, প্রশাসন ম্যানেজ করেই অপকর্ম করতো সে, আজ তারাই তাকে বাঁচানোর চেষ্টা করছে। কেননা, এরকম ঘটনা যেখানেই ঘটেছে, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যার কঠিন সিদ্ধান্তে তাদের বহিষ্কার করা হলেও এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম