ডাঃ সায়ন্ত এর ফেসবুক স্ট্যাটাস থেকে তাঁহার হুবহু বক্তব্যটি তুলে ধরেছেন শ্যামল বাংলা ডট নেট এর বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার।
চৌদ্দ বছর আগে আমার চেম্বারে চিকিৎসার প্রয়োজনে এলেন আসলাম রহমান। সঙ্গে নিয়ে এলেন দৈনিক ভোরের কাগজের সান্ধ্যকালীন প্রকাশনা “দিনের শেষে”।
সেখানে প্রতিদিন ‘দিনের হাসিমুখ’ কলামে শিশুর হাসিমুখের ছবি ছাপা হয়। আমার শিশুপুত্রের একটা ছবি দিতে বললেন। দিলাম। পরের দিনই আমার ছেলের ফোকলা মুখের হাসির ছবি সহ ‘দিনের শেষে’ নিয়ে চেম্বারে হাজির।
পত্রিকায় ছাপা হওয়া নিজের ছেলের হাসিমুখ দেখে আমি তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করি।
অসাধারণ এক সারল্য ছিল তার। বিয়ে, সংসার, পারিবারিক বিষয়েও শেয়ার করতেন আপনজনের মত।
দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান আজ করোনার উপসর্গ নিয়ে চলে গেলেন চিরতরে।
আল্লাহ্ এই ভালো মানুষটিকে বেহেস্ত নসীব করুন।