অশোক দাশ, (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৩নং গুলিয়াখালি এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, শহিদুল ইসলাম (২৭) গভীর রাতে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে মুরাদপুর গুলিয়াখালি এলাকার রুহুল আমিনের পুত্র।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ নুরুল আমিন শফি জানান, মাস ছয়েক আগে বিয়ে করে সে। কিন্তু এখনো বউকে ঘরে তুলে আনতে পারেনি। ভাইরা থাকে বিদেশে। ভাইদের কাছ থেকে টাকা চেয়েও পাইনি, দেশের বাইরে থাকা ভাইয়েরা ও বর্তমানের লকডাউনে রয়েছে। বহু কষ্টে দিনাতিপাত করছেন তারা। ধারণা করা হচ্ছে,
এরকম পরিস্থিতিতে ঘরে সবার অলক্ষ্যে সে অভিমানে আত্মহত্যা করেছেন।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক কায়েমুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করি।