অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে এবার করোনার হানা ৩০ বছর বয়সী এক গৃহবধুর শরীরে।
১৪ মে ফোজদারহাট বিআইটিআইডি হাসপাতালের করোনা রিপোর্টে তার পজেটিভ ধরা পড়ে।
গৃহবধূ(৩০) সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাটস্থ আব্দুল্লাহ ঘাটা কাসেম আলী খলিফার বাড়ির মোঃ কফিল উদ্দিনের স্ত্রী।
গৃহবধূ একই এলাকায় অবস্থিত স্বামীর বাড়িতে অবস্থান করছিলেন। গৃহবধূ তেমন শারীরিক সমস্যা না হলেও প্রশাসনের মাধ্যমে বর্তমানে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতলে ভর্তি রয়েছেন।
প্রশাসন সেখানে ৩৪ স্থানীয় ও ৯ ভাড়াটিয়া পরিবারসহ মোট ৪৩ পরিবারকে লকডাউন করে রাখেন।
এ নিয়ে সীতাকুণ্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সর্বমোট ২২জন অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।