অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিদিনই রয়েছে ভ্রাম্যমান আদালতের কার্যক্রম।
রবিবার ২৪ মে সকাল ১১ টায় উপজেলার শুকলাল হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ৪ মাংস বিক্রেতাকে পঁচা গরুর মাংস বিক্রি করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অভিযুক্তরা হলেন,জমিরউদ্দীন (৩৮), পিতা আমিনুর রহমান,ইদ্রিস(৪৮), পিতা নূরুল হক, মোশাররফ হোসেন (৩৫), পিতা আনোয়ার,
অভিযুক্তরা সবাই মধ্যম মহাদেবপুর বাড়বকুণ্ড রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।
এদের প্রত্যেককে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।