অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
সীতাকুণ্ড মডেল থানার একটি মামলার তদন্তাধীন অবস্থায় লুন্ঠিত টাকার বৃহদাংশ উদ্ধার করে মডেল থানা পুলিশ।
জানা যায়,মডেল থানায় গত ২৪ মে একটি মামলা ধারা ৩৯২ লুন্ঠিত টাকার পরিমাণ ২ লাখ ৩০ হাজার টাকা।
তদন্তাধীন অবস্থায় গ্রেফতারকৃত আসামি ইকবাল হোসেন এলাইস বাংলা ভাই কে আজ ২৬ মে রিমান্ডে আনলে তার স্বীকারোক্তি অনুযায়ী দেখানো জায়গা থেকে লুন্ঠিত টাকার মধ্যে থেকে ১লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ইকরামুল ইসলাম এছাড়া মামলা তদন্তে সহযোগিতা করেন এসআই কাউসার,ইমরান, ও হাসান তারেক।
মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, লুণ্ঠিত টাকার বাকি অংশ সহ অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।