বদরুল হক,আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহম্মদের শরীরে করোনার প্রজেটিভ শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (২৯ জুন) জেলা সিভিল সার্জন থেকে পাঠানো তথ্য মতে নতুন করে আনোয়ারায় ১৫ জনের শরীরে করোনা শনাক্তের মধ্যে রয়েছে ইউএনও শেখ জোবায়ের আহম্মদ (৩৫) নাম রয়েছে। এছাড়া বাকী আক্রান্ত ১৪ জনের মধ্য রয়েছে কাফকোর তিন কর্মকর্তা। তারা হলেন,আনিসুল ইসলাম (২৬),হানিফ (৫০), কনিকা রাত্রি বড়ুয়া(৪৩), উপজেলা পরিষদ স্টাফ কাসাইংউ মার্মা(২৭),উপজেলা অফিসের রূপ নাহার(১৮), চট্টগ্রাম জেলা বিশেষ শাখার কামরুজ্জামান (৪১),ট্রাফিক পুলিশ জয়নুল আবেদীন (৩৯),হাইলধর গ্রামের সিফাতুল ইসলাম (২০),বারখাইন ইউনিয়নের চার জন মোহাম্মদ উদ্দীন(৩০), মোঃ রুবেল (৩২) ইশরাত(১৪) ও নুরুল হক (৫৫),রায়পুর ইউনিয়নের নুরুল ইসলাম(৪৩), জয় দত্ত বড়ুয়া (৪২)।
এই নিয়ে মোট আক্রান্ত ১২৭, মৃত্যুবরণ করেছেন একজন এবং সুস্থ হয়েছে ৩৩জন । বর্তমানে এই ১৫ জন করোনা রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে আনোয়ারা থানা পুলিশ। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ আজকে নতুন করে ১৫ জনের করোনা পজেটিভ এসেছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম তার অফিসিয়াল ফেসবুক পেইজে বলেন , কিছু উপসর্গ পরিলক্ষিত হওয়ায় গত ২৪ জুন করোনা টেস্টের জন্য বিআইডাব্লিউটিতে স্যাম্পল পাটাই। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। সকলের কাছে দোয়া প্রার্থনা করি। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে আসতে পারি। বর্তমানে সরকারী বাসভবনে আমি আইসোলেশনে আছি।