শাহজালাল শাহেদ, চকরিয়া: কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ তার পরিবার এবং সকল করোনা আক্রান্তদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। মঙ্গলবার ২জুন সকাল ৯টায় উপজেলা চেয়ারম্যানের সরকারি বাসভবনে মিলনায়তনে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মুনাজাত সম্পন্ন হয়। উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিলে পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব আরবী প্রভাষক মাওলানা কফিল উদ্দিন এম.এসহ গণ্যমান্য আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।