মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান।
বৃহস্পতিবার (১১ জুন) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা মেডিক্যালের নতুন ভবনের করোনা ইউনিট-২ এর আইসিইউতে ছিলেন তিনি।
শুক্রবার (১২ জুন) তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বিএসএমএমইউ উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া
তিনি জানান, গাজী জহিরুল হাসান ওই হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ ধরে ঢাকা মেডিক্যালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।