আবদুল্লাহ আল মারুফ: কুমিল্লায় নকল মাস্ক আর স্যানিটাইজার ব্যবহারে স্বাস্থ ঝুঁকিতে ফেলছে নগরীর সাধারণ মানুষকে। আর এই সয়লাব রোধকরতে কুমিল্লার রেইসকোর্স, শাসনগাছা এলাকায় অভিযান চালায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের শারমিন আরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আরা জানান, নকল মাস্ক ও স্যানিটাইজার বিক্রি করায় ১২জুন(শুক্রবার) নগরীর একটি দোকানকে তিন হাজার ও অন্য একটি দোকানে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দু’টি মামলা দায়ের করা হয়। বর্ণিত স্থানগুলোতে সকল কে মাস্ক পরিধান করার জন্য এবং স্বাস্হ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়।