কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে আল-ফারাবী নামক দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়াই গ্রামের ফরিদ আহম্মেদ নভেল-এর ২ বছরের ছেলে আল-ফারাবী মঙ্গলবার দুপুরে বাড়ীর সামনে খেলা করার সময় হঠাৎ অসাবধানতা বশত পুকুরের পানিতে পড়ে যায়। টের পেয়ে পরিবারের লোকজন ফারাবীকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।