1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কেন্দুয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

কেন্দুয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ১৪৯ বার

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে কেন্দুয়া প্রেসক্লাবে
সংবাদ সম্মেলন করেছেন উপজেলা চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের অানিছুজ্জান খান এর ছেলে প্রিন্স খান(বাবু)।

বুধবার (১৬জুন) বিকালে কেন্দুয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে পাঠ করেন।

লিখিত বক্তব্যে প্রিন্স খান (বাবু) উল্লেখ করেন,গত কিছু দিন পূর্বে এক নারীর কথিত ধর্ষণের ঘটনায় তাকে জড়িয়ে বিভিন্ন অনলাইন মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে।
যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র।

লিখিত বক্তব্যে অারো উল্লেখ করেন, গত ৪-৫ মাস পূর্বে ওই নারী তার বিরুদ্ধে অহেতু অভিযোগ নিয়ে থানা পুলিশের কাছে যায়। পরে সহকারি পুলিশ সুপার এএসপি কেন্দুয়ার সার্কেল, কেন্দুয়া থানার পুলিশ তদর্ন্ত করে ওই নারীর কথিত অভিযোগের সাথে তার কোন সম্পৃক্ততা না থাকায় উভয় পক্ষের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাকে থানা হতে অব্যাহতি দেওয়া হয়।

সেই সাথে অহেতুক অভিযোগকারী ওই নারীকে তার বড় ভাই উপজেলা পাইকুড়া ইউনিয়নে পাড়াতলী গ্রামের কামরুল ইসলামের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ওই নারীর ভাই কামরুল ইসলাম গত (১০জুন) মহা পুলিশ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগসহ নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। যা সম্পূর্ণ মিথ্যা।

লিখিত বক্তব্যে অারো উল্লেখ করেন,
ওই নারী জাহাঙ্গীর আলম নামের এক ছেলের সাথে তার বিয়ে হয়।
বিয়ে করার সময় ওই নারী অন্যএক নাম দেয়, বিয়ে বিচ্ছেদের সময় আরেক নাম। এভাবে একেক রকম নাম ব্যাবহার করেছে।

এছাড়াও ওই নারী অষ্টম শ্রেণিতে অকৃতকার্ষ হওয়ার পর অার পড়াশুনা করেনি। তার পরেও বিভিন্ন অনলাইন নিউজ ও প্রিন্ট নিউজে উল্লেখ করা হয়েছে ওই নারী এস এস সি পরীক্ষার্থী। যা ডিজিটাল নিরাপত্তা অাইনের পরিপন্থী।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে প্রিন্স খান (বাবু)বলেন, একটি কুচক্রী মহল তার এবং পরিবারের মান-সম্মান খুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।

তাই এই কুচক্রী মহলের হীন ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে সুষ্ট তদন্ত করে এই অপপ্রচারের ন্যায় বিচার দাবি করেছেন তিনি।
সেই সাথে এ ষড়ষন্ত্রের পিছনে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক অাইনগত শান্তি চেয়েছেন।

এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দসহ কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপুল ও চিরাং আওয়ামীলীগের সভাপতি সামছু মহাজন ও সাধারন সম্পাদক এনামুল কবীর খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম