স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক সভাপতি (২০০১-২০০৩) বিশিষ্ট শিশু সাহিত্যিক, ব্যবসায়ী, সমাজসেবক এম.এ রশিদ চৌধুরী আজ শনিবার ভোর ৫ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকায় নিজ বাসভবনে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন আসরের কেন্দ্রীয় সভাপতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ও প্রধান পরিচালক এম.এ.কে শাহিন চৌধুরি। শোক বিবৃতিতে ফুলকুঁড়ি পরিবারের পক্ষ থেকেে শোকদাতাদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।