রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (বহস্পতিবার) রাত আনুমানিক ১০টার সময় চাপরাশিরহাট পূর্ব বাজার থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হল, ৫নং চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফয়েজ উল্যাহ জ্যাকি (২৭) ও তার সহযোগী মহিউদ্দিন রাজীব (২৯)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজারের ব্যাংক রোডে কাসেম মিয়ার স’মিলে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক(এএসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতির আড়ালে ফয়েজ উল্যাহ জ্যাকি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।