সাদ্দাম হোসেন,রংপুর ব্যুরো। ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত ও চিকিৎসা প্রদানের জন্য পিসিআর ল্যাব স্থাপনের জন্য মানববন্ধন হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের চৌরাস্তা মোড়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে “করোনা প্রতিরোধে ঠাকুরগাঁওবাসী”উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ্যাপোলো, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল্লাহ মাসুদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই ঠাকুরগাঁওয়ের মানুষের প্রাণের দাবি ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের। দ্রুত এই ল্যাবটি স্থাপন করতে হবে।