আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আজ সমবার (১৫ জুন, ২০২০) খাগড়াছড়ি জেলার মাহালছড়ি উপজেলায় একশত জন কৃষককে একহাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। বৈশ্বিক করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা কৃষকদেরকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মহালছড়ি উপজেলায় একশত জন কৃষকের মাঝে এক হাজার টাকা হারে এ সহায়তা প্রদান করা হয়।
খাগাড়ছড়ি জেলা প্রশাসকের সহায়তায় খাগড়াছড়ি জেলা কৃষক লীগ প্রতিটি উপজেলায় আর্থিক সহায়তা ও ত্রান প্রদান করে যাচ্ছে।
আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী, মহালছড়ি উপজেলা কৃষক লীগের আহব্বায়ক মোঃ ফরিদ ও অন্যান্যরা।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় একশত জন কৃষককে ত্রাণ / আর্থিক সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন।