মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামী বছরের মধ্যে ৪ কোটি করোনা ভ্যাকসিন বাজারে আনতে গাঁটছড়া বাঁধল Panacea Biotec ও মার্কিন সংস্থা Refana Inc
মারণ ভাইরাসকে ঠেকাতে একটাই উপায় ৷ সেটা হল ভ্যাকসিনের আবিষ্কার ৷ আর সেই কাজে নেমে পড়েছে বিভিন্ন দেশ ৷
আগামী বছরের মধ্যে ৪ কোটি করোনা ভ্যাকসিন বাজারে আনতে গাঁটছড়া বাঁধল Panacea Biotec ও মার্কিন সংস্থা Refana Iকরোনার ভ্যাকসিন কবে আসবে বাজারে ৷ এই একটাই প্রশ্ন সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে ৷ মারণ ভাইরাসকে ঠেকাতে একটাই উপায় ৷ সেটা হল ভ্যাকসিনের আবিষ্কার ৷ আর সেই কাজে নেমে পড়েছে বিভিন্ন দেশ ৷
আমেরিকার সংস্থা Refana Inc-এর সঙ্গে হাত মিলিয়ে এবার বায়োটেকনলজি সংস্থা Panacea Biotec এবার কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির কাজে নেমেছে ৷ ভ্যাকসিন তৈরি হলে যাতে তা আরও সহজে তা সব দেশে পৌঁছায়, সেটাই মূল লক্ষ্য এই সংস্থার ৷
প্রডাক্ট ডেভালপমেন্ট এবং কমার্শিয়াল ম্যানুফ্যাকচারিং দায়িত্ব হল প্যানেসিয়া বায়োটেকের ৷ বিভিন্ন দেশে ভ্যাকসিনের সেলস ও ডিস্ট্রিবিউশনের কাজ যাতে আরও সহজে হয়, সেটাই পাখির চোখ এই দুই সংস্থার ৷ প্যানেসিয়া বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ জৈন বলেন, ‘‘ গোটা বিশ্বের এমন ভ্যাকসিন দরকার, যা সুরক্ষিত, কাজ দেবে এবং current good manufacturing practice (cGMP)-এর বিচারে মাপা সম্ভব হবে ৷ ’’ তিনি আরও বলেন, ‘‘ রেফানার সঙ্গে আমাদের এই চুক্তির মূল উদ্দেশ্য হল ৫০০ মিলিয়ন ডোজেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি করা ৷ এবং আগামী বছরের শুরুতেই ৪০ মিলিয়ন (৪ কোটি) ডোজের বেশি ডেলিভারি সম্ভব করা ৷ ’’